এশিয়া কাপের ফাইনালে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩১ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩১ PM
এশিয়া কাপের ১৬তম আসরে ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ থেকে ভারত মোট ৬টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিধ কৃষ্ণা এর পরিবর্তে দলে ঢুকেছেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
ম্যাচটি নিয়ে স্বাগতিক দর্শকদের মাছে বেশ উত্তেজনা রয়েছে। কিন্তু দৈনন্দিন জীবনে নানান ব্যস্ততা থাকায় অনেকেই টেলিভিশনে সে খেলা উপভোগ করার খুব একটা সুযোগ পান না। তবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে ভক্তরা দেখতে পারেন এশিয়া কাপের জমজমাট লড়াই।
এবারের এশিয়া কাপের ম্যাচগুলো টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অ্যাপে অনলাইনে দেখার সুযোগ থাকছে। সেগুলো হলো- র্যাবিটহোল বিডি, টফি অ্যাপ ও মাই জিপি অ্যাপ। এছাড়া সাবস্ক্রিপশনের ভিত্তিতে ভারতের ডিজনি+ হটস্টারে দেখতে পাবেন খেলাগুলো। পাশাপাশি এখানে, এখানে ও এখানে ক্লিক করে বিনামূল্যে ম্যাচের লাইভ স্কোর, কমেন্ট্রি ও ছবিসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
এ দিকে বাংলাদেশে এবারের এশিয়া কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে দুইটি প্রতিষ্ঠান। বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে এশিয়া কাপের লড়াই। এছাড়া ভারতের স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডির পর্দায়ও দেখা যাবে প্রতিটি ম্যাচ।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, দুশান হেমন্থ ও মাথিশা পাথিরানা।
ভারত একাদশ
শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।