ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৮ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৮ PM
চলমান এশিয়া কাপের পাকিস্তান পর্ব শেষ হয়েছে সুপার ফোরের প্রথম ম্যাচ দিয়ে। সুপার ফোরের বাকি ম্যাচগুলো হবে শ্রীলঙ্কার কলম্বোয়। শিরোপা নির্ধারণী ম্যাচও কলম্বোতেই অনুষ্ঠিত হবে।
এর মধ্যে সুপার ফোরের সবগুলো ম্যাচে বৃষ্টি সম্ভাবনা আছে। বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের গ্রুপপর্বের ম্যাচ ভেস্তে গেছে। আগামী রোববার (১০ সেপ্টেম্বর) সুপার ফোরেও ভারত-পাকিস্তানের ম্যাচ বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে বলে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদন বলছে, এসিসি ও পিসিবি আলোচনা করে কেবল ১০ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তানের ম্যাচটির জন্য রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সূচি ঘোষণার সময় এশিয়া কাপের ফাইনালে রিজার্ভ ডে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। ১৭ সেপ্টেম্বরের ওই ম্যাচের রিজার্ভ ডে বহাল থাকছে।
এর আগে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড সুপার ফোরের কলম্বো পর্বের ম্যাচগুলো সরিয়ে হাম্বানতোতায় নিতে চেয়েছিল। কিন্তু সুযোগ-সুবিধার অজুহাত দিয়ে ভারত সেখানে যেতে চায়নি। এসিসিও তাই ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে সাড়া দেয়নি।