রাহুলকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ভারতের, জায়গা হলো না চাহালের

রাহুলকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ভারতের
রাহুলকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ভারতের  © সংগৃহীত

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আগামী ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। ঘরের মাঠের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরেছেন চায়নাম্যান কুলদীপ যাদব। আর ছিটকে গিয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং লেগস্পিনার ইউজবেন্দ্র চাহাল। আরেক উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুলের জায়গা আগেই নির্ধারিত ছিল। এশিয়া কাপেও তাকে পাওয়ার প্রত্যাশা ছিল। তবে, শেষ পর্যন্ত আর খেলা হচ্ছেনা তার। নির্বাচকদের প্রত্যাশা বিশ্বকাপে পুরোপুরি ফিট হিসেবেই পাওয়া যাবে আগ্রাসী এই ব্যাটারকে।

রোহিতের নেতৃত্বে ভারতের টপ অর্ডার লাইনআপে থাকছেন শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়াররাই। বাঁহাতি বলতে শুধুই ইশান কিষাণ। এখন উইকেটকিপার হিসেবে লোকেশ রাহুল খেলবেন না কিষাণ, দেখার বিষয় সেটাই।

আরও পড়ুন: এশিয়া কাপ শেষ শান্তর, ফিরছেন দেশে

ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
রোহিত শর্মা  (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

প্রসঙ্গত, ভারতের ১০টি স্টেডিয়ামে ৪৬ ম্যাচের এই টুর্নামেন্ট ১৭ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল দিয়ে শেষ হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence