তাসকিনদের ‘ভালোমতো খেলতে’ বললেন প্রধানমন্ত্রী
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ০৮:৩১ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ০৮:৩১ PM
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন। এ সময় পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।
এবার জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ পেয়েছেন সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার। এছাড়াও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রাখায় নারী সাফ চ্যাম্পিয়নশিপ-জয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন ও গত এসএ গেমসের সোনাজয়ী ভারোত্তোলক জিয়ারুল ইসলামও সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার পেয়েছেন।
এদিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সরকার প্রধান নিজেই। অনুষ্ঠান শেষে উচ্ছ্বসিত তাসকিন জানিয়েছেন, প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেওয়া আমার জন্য খুবই গর্বের বিষয়। আমার আসলে খুবই ভালো লাগছে।
পুরস্কার তুলে দেওয়ার সময় তাসকিনকে প্রধানমন্ত্রী কিছু একটা বলছিলেন। স্বল্প সময়ের সেই আলাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দল যেন ভালো খেলে, সেই পরামর্শও দিয়েছেন তিনি।
তাসকিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসলে জিজ্ঞাসা করছিলেন, সামনে আমাদের কী কী খেলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে, সবার জন্য শুভকামনা, ভালোমতো খেলো।