তরুণদের হারিয়ে খেলায় জিতছে বিবাহিতরা!

ফুটবল খেলা
ফুটবল খেলা  © সংগৃহীত

ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামে এক চিলতে অবকাশ মিলছে কর্মজীবী-শিক্ষার্থী সবার। সামাজিক মিলনমেলায় রূপ নিয়েছে গ্রামগুলো। আর দেশের বিভিন্ন এলাকায় চলছে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ। গ্রামে-গঞ্জে ঈদের নিয়মিত চিত্র এটি।

তবে বিবাহিতদের বিজয়ী হবার খবর পাওয়া যাচ্ছে বেশি। শুক্রবার (৩০ জুন) দেশের কয়েকটি স্থানের ফলাফলে  বিবাহিতদের এগিয়ে থাকার খবর পাওয়া গেছে।  ব্যাতিক্রমী দল গঠনের কারণে এ ধরনের খেলা উপভোগ্য হয়ে উঠে সবার কাছে। হার মানতে রাজি না কোনো পক্ষই।

আবার বিজয়ীদের ট্রফি দেয়ার ক্ষেত্রে রাজহাঁস, ছাগলও স্থান করে নিচ্ছে ট্রফির তালিকায়। শুক্রবার (৩০ জুন) বিকেলে এমন এক ফুটবল ম্যাচ চলে জয়পুরহাট সদরের গংগাদাসপুর গ্রামের মাঠে। অবিবাহিতরা ফুটবলে মাঠে লড়েছেন বিবাহিতদের সঙ্গে। আর বিজয়ী হয়েছে বিবাহিতরা।

টানটান উত্তেজনার ম্যাচে ১ গোলে বিজয় ছিনিয়ে আনেন বিবাহিতরা। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একটি রাজহাঁস কেনার টাকা।

অন্যদিকে, চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলায়ও এধরণের প্রীতি ফুটবল ম্যাচের খবর পাওয়া গেছে। জেলার চন্দনাইশ উপজেলার মধ্য কানাইমাদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার সকালে আয়োজিত এক ফুটবল ম্যাচেও বড় ব্যবধানে জিতেছে বিবাহিতরা। এতে বিবাহিত একাদশের দেয়া ৩ গোল হজম করে মাঠ ছাড়তে হয় অবিবাহিত একাদশকে। 

তবে কিছু কিছু জায়গায় অবিবাহিতরাও জিতেছেন বড় ব্যবধানে। আয়োজকরা বলছেন, মূলত নিজেদের মধ্যকার সম্প্রতির বন্ধন বাড়ানো, নাগরিক ব্যস্ততার মধ্যেও অবসরকে আনন্দময় করতে ব্যতিক্রমী আয়োজন তাদের।


সর্বশেষ সংবাদ