বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তানের বিপক্ষে ভারতের খসড়া সূচি প্রকাশ

বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তানের বিপক্ষে ভারতের খসড়া সূচি প্রকাশ
বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তানের বিপক্ষে ভারতের খসড়া সূচি প্রকাশ  © সংগৃহীত

চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের ম্যাচগুলোর একটি খসড়া সূচি প্রকাশ করেছে বিসিসিআই। এতে গ্রুপ পর্বে ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের প্রথমেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে। ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে সবার মধ্যে আলাদা উত্তেজনা বিরাজ করে।

রোববার (১১ জুন) একটি খসড়া সূচি প্রকাশ করেছে তারা। যেখানে ভারতের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচের সূচি রয়েছে। 

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বিসিসিআই আসন্ন ভারতের বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ করেছে। যেখানে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এ দুই দলের ম্যাচ নিয়ে বাড়তি উত্তাপ ও আকর্ষণ থাকে বলেই ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারত তাদের গ্রুপ পর্বের বাকি ৮টি ম্যাচ আটটি ভিন্ন ভেন্যুতে খেলবে। তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে। খসড়া সূচি অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটি হবে ১৯ অক্টোবর পুনেতে।

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে ২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ৫ অক্টোবর ম্যাচটি দিয়েই উদ্বোধন হবে ভারতে ওয়ানডে বিশ্বকাপের। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। আর ফাইনাল ম্যাচটি হবে ১৯ নভেম্বর আহমেদাবাদে। যদিও সেমিফাইনালের ভেন্যু কোথায় হবে তা এখনও জানানো হয়নি।

আরও পড়ুন: আত্মসমর্পণ ভারতের, নতুন টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

অন্যান্য বড় ম্যাচের মধ্যে রয়েছে ২৯ অক্টোবর অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড এবং ৪ নভেম্বর আহমেদাবাদে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ। বিগত দুই বিশ্বকাপে টুর্নামেন্ট শুরুর এক বছর আগেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছিলো। এবারের বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল চার মাস। তবে এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি। 
 
বিশ্বকাপে ভারতের খসড়া সূচি
ভারত বনাম অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই
ভারত বনাম আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি
ভারত বনাম পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ
ভারত বনাম বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে
ভারত বনাম নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা
ভারত বনাম ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনৌ
ভারত বনাম কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বাই
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা
ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence