আজ আয়ারল্যান্ডের বিপক্ষে যে বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

যে বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব
যে বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব  © সংগৃহীত

নতুন এক বিশ্বরেকর্ডের দ্বারপ্রান্তে ক্রিকেটার সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হতে মাত্র চার উইকেট প্রয়োজন বাংলাদেশের অধিনায়ক সাকিবের। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে রয়েছে সে সুযোগ। 

সোমবার (২৭ মার্চ) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে বাংলাদেশ। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শিকারীর রেকর্ড দখলে রেখেছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। ১০৭ ম্যাচের ১০৫ ইনিংসে ১৩৪ উইকেট নিয়ে ।

সাউদির পরই আছেন সাকিব। ১১২ ম্যাচের ১১০ ইনিংসে ১৩১ উইকেট নিয়ে সর্বোচ্চ শিকারের তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সাকিব।

আরও পড়ুন: টাইগারদের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির যত রেকর্ড

৭৮ ম্যাচে ১২৭ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক ও স্পিনার রশিদ খান।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে মিশন দারুণভাবেই শেষ করেছে বাংলাদেশ দল। বৃষ্টির বাঁধায় দ্বিতীয় ওয়ানডে ভেসে গেলেও বাকি দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল টাইগাররা। ওয়ানডে মিশন শেষে এবার চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ জয়ের।


সর্বশেষ সংবাদ