মরক্কোর কাছে হেরে গেল ব্রাজিল

মরক্কোর কাছে হেরে গেল ব্রাজিল
মরক্কোর কাছে হেরে গেল ব্রাজিল  © সংগৃহীত

কাতার বিশ্বকাপের চমক দেখানো মরক্কো এবার হারাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। লাতিন ফুটবল জায়ান্টদের বিপক্ষে এটাই মরক্কোর প্রথম জয়। আর এর মধ্য দিয়ে ইতিহাস গড়েছে উত্তর আফ্রিকার দলটি। মরক্কোর বিপক্ষের এই প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে অধিনায়কত্ব করেন মিডফিল্ডার ক্যাসেমিরো। আর ইনজুরির কারণে দলে ছিলেন না নেইমার। কাতার বিশ্বকাপে স্ট্রাইকার হিসেবে খেলা রিচার্লিসনেরও দেখা মেলেনি।

রোববার (২৬ মার্চ) ভোর ৪টায় তাঞ্জিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আফ্রিকান দল মরক্কোর বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এ ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো।

প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধে সমতা ফেরালেও হার এড়াতে পারেনি তারা। ২৯ মিনিটে সোফিয়ান্নে বৌফলে করেন গোল। বিলাল এল খানোসের অ্যাসিস্টে বক্সের সেন্টার থেকে ডানপায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি। মরক্কোর গোলদাতা পরে আরও দুইবার গোলের সুযোগ তৈরি করেন সতীর্থকে দিয়ে। কিন্তু হাকিম জিয়েখ ও আজেদিন আউনাহির প্রচেষ্টা ব্যর্থ হয়।

প্রথমার্ধে ব্রাজিল চারটি শটের মধ্যে দুটি লক্ষ্যে রাখলেও পায়নি গোলের দেখা। আর মরক্কো পাঁচটি শটের মধ্যে একটি লক্ষ্যে রেখে তাতে গোল পেয়েছে। ২৪ মিনিটে রনির বাঁ পায়ের শট ডানদিকে ঠেকান ইয়াসিন বোনো। এরপর আন্দ্রে সান্তোসকেও রুখে দেন স্বাগতিক দলের কিপার। প্রথমার্ধের শেষদিকে রনি একা গোলরক্ষককে পেয়েও বল উঁচু দিয়ে মারেন।

আরও পড়ুন: মেসির নামে ক্রীড়া কমপ্লেক্স করল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মরক্কো। দ্বিতীয়ার্ধে কাসেমিরো গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান। ৬৭তম মিনিটে তার দুর্বল শট বোনো ডাইভ দিয়ে ঠেকালেও ধরে রাখতে পারেননি। কিন্তু ফের মরক্কো এগিয়ে যায়।

৭৯ মিনিটে আব্দুলহামেদ সাবিরি করেন গোল। বক্সের মধ্যে ব্রাজিলের ডিফেন্ডার বল আটকাতে পারেননি, বদলি নামা সাবিরির জোরালো শট ক্রসবারে লেগে জালে জড়ায়। তাতে রামোন মেনেজেসের দলকে হারিয়ে ইতিহাস গড়ে মরক্কো।

এদিন মরক্কোর হয়ে গোল দুটি করেন সোফিয়ান বৌফল ও আব্দেলহামিদ সাবিরি। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ক্যাসেমিরো।


সর্বশেষ সংবাদ