সাত বছর পর আজ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবে বাংলাদেশ

 আজ বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ
আজ বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ  © সংগৃহীত

আজ মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ওপেনিংয়ে ফিরে আসছেন তামিম। ইনজুরির কারণে ভারত সিরিজে নিয়মিত ছিলেন না অধিনায়ক। এবার তিনিই নেতৃত্ব দিচ্ছেন দলকে। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে ওদের কাছেই ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা। সাত বছর পর আবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে দু’দল। 

বুধবার (১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় শুরু হবে ম্যাচটি। 

টাইগার টিমে যথারীতি অধিনায়ক হিসেবে থাকবেন তামিম ইকবাল। তার সঙ্গী হিসেবে লিটন দাসের জায়গাটাও একেবারে পোক্ত। তবে তিন নম্বরে এবার সাকিবকে দেখা যাওয়ার সুযোগ কিছুটা কম। বিপিএলে দারুণ পারফর্ম করা নাজমুল হোসেন শান্তকে ওয়ান ডাউনে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সাকিবের পছন্দের জায়গাটা এবার পেতে পারেন বিপিএলের ম্যান অব দ্য টুর্নামেন্ট।

তিনে শান্তকে জায়গা ছেড়ে দিলে ৪ নম্বরে নেমে আসবেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের লম্বা ভ্রমণ ক্লান্তি নিয়ে যদিওবা শঙ্কা, কিন্তু সুপারম্যান সুলভ সাকিব তো এমন সময়েই জ্বলে উঠতে অভ্যস্ত। ৪ আর ৫ নম্বর জায়াগাটায় খেলবেন বাংলাদেশের দুই সিনিয়র মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এদিকে শোনা যাচ্ছে বিপিএলের আরেক পারফরমার তৌহিদ হৃদয়কে একাদশে চান অনেকেই। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন দুই ভায়রা ভাইয়ের একজন। 

বাংলাদেশের বিপক্ষে ২১ ম্যাচে ১৭ জয় ফেভারিটের তকমা দিচ্ছে ইংলিশদের। তবে বাংলাদেশের ৪টি জয়ই সবশেষ ১০ ম্যাচে। সেই সাথে যেকোনো দলের বিপক্ষে গেলো দশ ওয়ানডেতে মাত্র দুই জয়ে কিছুটা ব্যাকফুটে রয়েছে ইংলিশরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইংলিশ অলরাউন্ডার মঈন আলি বলেন, এই সব পরিসংখ্যানের কোনো মূল্য নেই। বাংলাদেশ ঘরের মাঠে শক্তিশালী দল। তবে আমরা বিশ্বচ্যাম্পিয়ন। আমাদের দলটা বেশ ভালো। আর্চার-উডরা ফেরায় দলে ভারসাম্য বেড়েছে।

আরও পড়ুন: তামিম-সাকিবের সমস্যা মিডিয়ায় শুনেছি: পাপন

আজকের সম্ভাব্য একাদশ

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাক, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, মার্ক উড, জোফরা আর্চার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence