বিসিবির প্রেসিডেন্ট হতে চান সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © ফাইল ছবি

অব্যবস্থাপনায় বিপিএলের নবম আসরে রঙ হারিয়ে বিবর্ণ। টুর্নামেন্টের অনেক কিছু নিয়েই হতাশা রয়েছে। গত ৪ জানুয়ারি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাকিব আল হাসান। তার কাছে জানতে চাওয়া হয়েছিল দায়িত্বে থাকলে কি করতেন? সাকিবের জবাব ছিল, 'আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, বেশি দিন লাগবে না। সব ঠিক করতে এক থেকে দুই মাস লাগবে।’

বিপিএলের  প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেলে নায়কের মতো সব অনিয়ম দূর করে দেবেন বলে জানান সাকিব আল হাসান। পরে তাকে আগামী বছর থেকে দায়িত্ব নেওয়ার আহবান জানান বিপিএল গর্ভনিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল। এমন দায়িত্ব পেলে নিবেন কিনা, এমন প্রশ্নের জবাবে সাকিব মজা করে বলেছেন, 'হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো।’

আরো পড়ুন: টি-টেনে দুর্নীতির অভিযোগ, উড়িয়ে দিলো কর্তৃপক্ষ

রোববার রাতে একটি পণ্যের দূত হওয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিইও হওয়ার প্রশ্নে হেসে মজা করে জবাব দেন, 'হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো।'

সাকিবের মতে, বিপিএল চলছে যা-তা অবস্থায়। তিনি বলেছিলেন, বিপিএলের বিপণন ঠিকমতো হচ্ছে না, বাড়ানো যাচ্ছে না প্রসার। চুক্তিভুক্ত হলেও এমন সমালোচনায় শাস্তি পেতে হয়নি সাকিবকে। তবে জবাব দিতে সংবাদ সম্মেলনে হাজির আসেন গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল।


সর্বশেষ সংবাদ