নেইমারকে রাখলে আমাকে ছাড়তে হবে, এমবাপ্পের হুঙ্কার

নেইমার রাখলে আমাকে ছাড়তে হবে
নেইমার রাখলে আমাকে ছাড়তে হবে  © সংগৃহীত

বিশ্বকাপ শেষে শুরু হচ্ছে ক্লাব ফুটবলের ব্যস্ত সময়। এরই মধ্যে মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। বাকি লিগগুলোর খেলাও দ্রুতই গড়াবে মাঠে। বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে ক্লাবে ফিরে শুরু করেছেন অনুশীলন। বিশ্বকাপের পর দলবদলের গুঞ্জনে বলা হচ্ছিল, কিলিয়ান এমবাপে সম্ভবত রিয়েল মাদ্রিদে যোগ দিতে চলেছেন। মাদ্রিদে যাওয়া হচ্ছে না নিশ্চিত হওয়ার পরেই এমবাপ্পে এবার পিএসজিকে তিনটি শর্ত জুড়ে দিয়েছেন। এমবাপ্পের পিএসজিকে দেওয়া প্রথম শর্তই হল নেইমারকে রিলিজ করতে হবে। 

গত বছরই রিয়ালের অফার প্রত্যাখ্যান করে এমবাপ্পে। পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মাদ্রিদ এখনও ফরাসি তারকার ওপর পুরনো রাগ ভুলতে পারেননি। এমবাপ্পের দলবদলের গুঞ্জনে রিয়াল মাদ্রিদ ভেসে আসতেই মাদ্রিদের ক্লাবটি নাকি সাফ জানিয়ে দিয়েছে, এমবাপ্পেকে তাঁদের দরকার নেই। এমনই জানিয়েছে স্প্যানিশ মিডিয়া মার্কা।

রিয়ালে যাওয়া হচ্ছে না, এমনটা নিশ্চিত হয়ে যাওয়ার পরেই পিএসজিকে তিনটে শর্ত দিয়েছেন এমবাপ্পে। প্যারিসের ক্লাবটিকে তিনি জানিয়েছেন, তিনটে শর্ত না মানলে ক্লাব ছাড়বেন।

আরও পড়ুন: বিপিএল ২০২৩ খেলার সময়সূচী

অন্য স্প্যানিশ মিডিয়া ওকে ডায়ারিও-য় বলা হয়েছে, এমবাপ্পের পিএসজিকে দেওয়া প্রথম শর্তই হল নেইমারকে ছাড়ার। এমনিতে এমবাপের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে ২০২৪/২৫ সিজন পর্যন্ত। তবে তার আগেই চুক্তির শর্ত মেনে চাইলে ক্লাব ছাড়তে পারেন তিনি ইচ্ছা অনুযায়ী। বিশ্বকাপের সময় মেসির সঙ্গে ফরাসি তারকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে বলা হচ্ছে, মেসির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এখনও অটুট রয়েছে। তবে নেইমারের সঙ্গে তাঁর সমস্যা রয়েছে।

গত অগাস্টে নেইমারের সঙ্গে পেনাল্টি মারা নিয়ে তুঙ্গে উঠেছিল বিতর্ক। লিগা ওয়ানে মন্তেপিলারের বিরুদ্ধে দলের পেনাল্টি টেকার কে হবে, তা নিয়ে তোলপাড় ফেলা বিতর্ক হয়েছিল। সেই ঘটনার রেশ এখনও পিএসজিতে জারি রয়েছে। বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফরম্যান্সের পর এবার নেইমারকে ক্লাব থেকে তাড়াতে উদ্যোগী হয়েছেন তিনি।

দ্বিতীয়ত, বর্তমান পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালতিয়েরকে সরিয়ে জিনেদিন জিদানকে নিয়ে আসার কথাও বলেছেন তিনি। জিদানের এমনিতে ফ্রান্স অথবা ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার জোরালো সম্ভবনা রয়েছে। তবে এমবাপ্পে শর্ত মানলে পিএসজিতে কোচ হওয়ারও সম্ভাবনা থাকবে জিনেদিন জিদানের।

তৃতীয়ত, নেইমারকে ছেড়ে দিয়ে পিএসজির সামনে দুজনকে নিয়ে আসার শর্ত দিয়েছেন এমবাপে। লেভানডস্কি অথবা হ্যারি কেইনকে সতীর্থ হিসাবে পেতে আগ্রহী এমবাপ্পে।

গতবছর পিএসজিতে নতুন করে সই করার সময়ে এমবাপ্পেকে ক্লাবের তরফে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। তবে তারকার অনুযোগ তাঁকে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি ফ্রান্সের ক্লাবটি। এমবাপ্পের চাপের কাছে নতি স্বীকার করবে কিনা পিএসজি, এবার সেটাই দেখার বিষয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা


সর্বশেষ সংবাদ