দুপুরে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ, নেতৃত্বে লিটন

ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক
ট্রফি নিয়ে দুই দলের অধিনায়ক  © সংগৃহীত

সাত বছর পর ভারতের বিপক্ষে ওডিআই সিরিজে আজ মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে তিন-ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ রোববার। বেলা ১২টায় মুখোমুখি হবে দুই দল। এর মাধ্যমে দেশের ১৫তম অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটন দাসের। ওয়ানডে ফরম্যাটে ৩৬ বারের দেখায় ৫ জয় আছে টাইগারদের।

ভারতকে হারিয়ে সিরিজটা স্মরণীয় করে রাখতে চান লিটন। তবে তাদের সমীহ করলেও ভালো শুরুর প্রত্যাশা ভারতের অধিনায়ক রোহিত শর্মার।লিটন বলেন, একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। অধিনায়ক হওয়ায় সবাইকে গাইড করতে হবে। ভারত ভালো দল। তবে মনে রাখতে হবে, আমরা দেশের মাটিতে ভালো খেলি।

আরো পড়ুন: মৃত্যুর সঙ্গে লড়ছেন কিংবদন্তি ফুটবলার পেলে

তামিম না থাকলেও সাকিব-মুশফিক-রিয়াদ সাহস যোগাচ্ছে লিটনকে। সুযোগ মিলতে পারে রাব্বির। তবে একাদশে জায়গা নাও হতে পারে শান্তর। উইকেটের পেছনে থাকতে পারেন মুফফিক। লিটন বলেন, মাঠে তিনজন অভিজ্ঞ খেলোয়াড় থাকবে। তাদের কাছে যেকোনো সময় সাহায্য পাব।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা টাইগারদের নিয়ে সাবধানী। সাকিব-মুশফিক নয়, লিটনকে নিয়েও চিন্তা আছে তাদের। বোলিংয়ে ইনজুরি আক্রান্ত মোহাম্মদ শামিকে মিস করবে তারা। রোহিত শর্মা বলেন, ৬-৭ বছরে বাংলাদেশ দল বদলে গেছে। তাদের বিপক্ষে ম্যাচগুলো চ্যালেঞ্জিং। তারা সহজে জিততে দেয়নি। বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ভালো ক্রিকেটই খেলতে হবে।


সর্বশেষ সংবাদ