বড় সব তারকা নিয়ে ফ্রান্সের দল ঘোষণা

চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা
চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা  © সংগৃহীত

আগামী ২১শে নভেম্বর শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। সাধারণত চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের হলেও এবারের বিশ্বকাপে তা বেড়ে হয়েছে ২৬ জনের। তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তার স্কোয়াডের কলেবর অত বড় করেননি। চোট সমস্যায় অনেককেই পাননি, দল দিয়েছেন ২৫ সদস্যের। আছেন করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা। 

রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলটির ১১ জনকে নিয়েই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্স কোচ। গত রাতে প্যারিসে এক সংবাদ সম্মেলনে ২৫ সদস্যের দল ঘোষণা করা হয়।

গোলরক্ষক: হুগো লরিস, আলফাঞ্জ এরিওলা, স্টিভ মাঁদাঁদা

ফ্রান্স দলের ডিফেন্ডার হিসেবে জায়গা পেয়েছেন: রাফায়েল ভারান, প্রেসনেল কিম্পেম্বে, জুলস কুন্ডে, দায়োত উপামেকানো, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, লুকাস হার্নান্দেজ, বেঞ্জামিন পাভার্ড, থিও হার্নান্দেজ

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মিডফিল্ডে দেখা যাবে যাদের: এদুয়ার্দো কামাভিঙ্গা, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েন সুয়ামেনি, মাতেও গেন্দৌজি, ইউসুফ ফোফানা, জর্দান ভেরেতু

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে করিম বেনজেমা উসমান ডেম্বেলে আঁতোয়া গ্রিজমান কিংসলে কোমান অলিভিয়ের জিরু ক্রিস্টোফার এনকুংকু। 

আরও পড়ুন: কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ব্রাজিল (তালিকা)

উল্লেখ্য, ইনজুরির জন্য আগেই বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছেন ফরাসি মিডফিল্ডের দুই পরিচিত মুখ এনগোলো কান্তে ও পল পগবা। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence