বিশ্বকাপ থেকে ছিটকে গেল স্বাগতিক দল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া  © ফাইল ছবি

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল চ্যাম্পিয়ন ও স্বাগতিক দল অস্ট্রেলিয়া। শ্রীলংকার সাথের ম্যাচে ইংল্যান্ড এর জয়ের ফলে স্বাগতিক দল অস্ট্রেলিয়ার এ বিদায় ঘন্টা বাজে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের আজকের ম্যাচে শ্রীলংকা করে ১৪১ রান। আর ইংল্যান্ড জয়ী হয় ৪ উইকেটে। আর বল হাতে আদিল রশিদ দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন। 

আজকের ম্যাচে জিতলেই সেমিফাইনাল, এমন জটিল সমীকরণের ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংল্যান্ড। লঙ্কানদের এমন পরাজয়ে তাদের চেয়েও কষ্টে আছে আরেকটি দল তারা অস্ট্রেলিয়া। কারণ অ্যারন ফিঞ্চের দল ইংলিশদের জয়ে ঘরের মাঠের বিশ্বকাপে সেমিফাইনাল খেলা থেকে বঞ্চিত হলো। আর লঙ্কা তো দেউলিয়া হয়েছে আরও আগেই। 

টস জিতে শুরুতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। অধিনায়কের সিদ্ধান্তের সম্মান রেখেছেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। তারা ২৪ বলে ৩৯ রানের জুটিতে দলকে ভালো শুরু এনে দেন।

আরও পড়ুন: যুব সমাজকে চাকরির পেছনে না ছুটে খাদ্য উৎপাদনে যুক্ত হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

১৪ বলে ১৮ রান করে কুশলের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে ধনঞ্জয়ার সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন নিসাঙ্কা। তবে ধনঞ্জয়ার বিদায়ের পরই রানের গতি কমতে থাকে। দুই অঙ্কে পৌঁছার আগেই আশালঙ্কাকে ফেরান স্টোকস। 

চতুর্থ উইকেটে বড় সংগ্রহের সম্ভাবনা দেখাচ্ছিলেন নিসাঙ্কা ও ভানুকা রাজাপাকোশে। কিন্তু ৬৭ রানে থাকা নিসাঙ্কা আদিল রশিদের বলে আউট হলে রানের চাকা আরও শ্লথ হয়ে যায়। ফলে, ১৪১ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। 

ইংলিশ ওপেনাররা মাঝারি লক্ষ্যতাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাজিমাত করেছে। জস বাটলার ও অ্যালেক্স হেলসের ৭৫ রানের উদ্বোধনী জুটিটি এসেছে মাত্র ৪৪ বলে। সেখানেই ম্যাচটা প্রায় জিতে গিয়েছিল ইংলিশরা।

তবে ঘুরে দাঁড়িয়েছে লড়াকু লঙ্কানরা। ৪৪ রানের ব্যবধানে ইংলিশদের ৬ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচেও ফিরেছিল। কিন্তু শেষ ওভারের খেলায় হার মানতে হয় দাসুন শানাকার দলকে। ইংল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যান স্টোকস ৩৬ বলে ৪২ রান করে।

ইংলিশদের হয়ে তিন উইকেট নিয়েছেন মার্ক উড। একটি করে উইকেট পেয়েছেন রশিদ, স্টোকস, ক্রিস ওকস ও স্যাম কারানরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence