বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই, খেলা শুরু যথাসময়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২  © সংগৃহীত

আজ বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দুইটায় অস্ট্রেলিয়ার অ্যাডেলেইডে শুরু হবে এই ম্যাচটি।

আগের দিন মঙ্গলবার প্রায় সারা দিনই আংশিক মেঘাচ্ছন্ন ছিল অ্যাডিলেডের আকাশ। হয়েছে বিচ্ছিনভাবে হালকা বৃষ্টিও। তবে আজ বুধবার সুখবর রয়েছে। সকাল থেকে বৃষ্টি হয়নি এবং আবহাওয়ার যথেষ্ট উন্নতিও হয়েছে। খুব ঠান্ডা কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

গতকাল পর্যন্ত এই ম্যাচ যথাসময়ে হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। গত দুই দিন ধরে অ্যাডিলেডে বৃষ্টি হয়েছে, বিশেষ করে গতকাল মঙ্গলবার পরিস্থিতির জন্য এতটাই খারাপ যে উভয় দলকেই তাদের প্রস্তুতি বাতিল করতে হয়েছিল।

তার খেলার দিন আজ বৃষ্টি হয়নি। সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস হল, খুব ঝোড়ো হাওয়া হবে কিন্তু রাত ৮টা পর্যন্ত কোন বৃষ্টির পূর্বাভাস নেই। ম্যাচটিতে বৃষ্টি কিছুটা বাঁধা হতে পারে। তবে এতটা ভারী নয় যে এটি খেলাকে ব্যাহত করতে পারে অথবা বাতিল হতে পারে।


সর্বশেষ সংবাদ