বি গ্রুপে ভারতকে টপকে শীর্ষে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল  © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। সুপার টুয়েলভের লড়াইয়ে বি গ্রুপের প্রত্যেক দলই খেলে ফেলেছে একটি করে ম্যাচ। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট টেবিলের খাতা খুলেছে ভারত। অন্যদিকে জিম্বাবুয়ে আর সাউথ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত। একটি করে খেলার পর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। ডাচদের হারানো টাইগাররা রান রেটে ভারতের চেয়ে এগিয়ে আছে। 

সোমবার নেদারল্যান্ডসকে হারিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এক ম্যাচে এক জয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট ২। আর নেট রানরেটে বাংলাদেশ পেয়েছে +০.৪৫০ পয়েন্ট।

বিপরীতে সমান ম্যাচে সমান জয় নিয়ে ভারতের পয়েন্ট ২। তবে নেট রানরেট ভারতের +০.০৫০।

আরও পড়ুন: তাসকিন ঝড়ে লণ্ডভণ্ড নেদারল্যান্ডস, বাংলাদেশের শুভসূচনা

অন্যদিকে জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকার খাতায় যোগ হয়েছে এক পয়েন্ট। পাকিস্তান ও নেদারল্যান্ডস এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।  

আর নিউজিল্যান্ড গ্রুপ-১’র এক নম্বর জায়গা দখল করেছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। পরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। আর এ গ্রুপে সবচেয়ে নিচে অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কা আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল এবং ইংল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল।


সর্বশেষ সংবাদ