টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল  © সংগৃহীত

হোবার্টে টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।  তখন ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আফগানিস্তানের বিপক্ষে নামল বাংলাদেশ। তবে এটি প্রস্তুতি ম্যাচ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলবেন টাইগাররা। তার আগে প্রস্তুতি ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবে সাকিব বাহিনী। টস ভাগ্য সহায় হয়নি সাকিবের। টস জিতেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আগামী ২৪ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। এর আগে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুন: করোনা পজিটিভ হলেও খেলা যাবে টি-টুয়েন্টি বিশ্বকাপ

অবাক করা বিষয় হলো, বাংলাদেশের মতো কখনো অস্ট্রেলিয়াতে খেলা হয়নি আফগানিস্তানেরও। তবে রশিদ খান, মোহাম্মদ নবি, কাইস আহমাদ, মুজিবুর রহমানসহ একাধিক ক্রিকেটার নিয়মিত খেলে থাকেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে।

প্রস্তুতি ম্যাচ হলেও জয়-পরাজয়ে আত্মবিশ্বাস বাড়বে নিঃসন্দেহে। তবে ম্যাচ শুরু করবে বাংলাদেশ আত্মবিশ্বাসের তলানিতে থেকেই। আফগানদের বিপক্ষে ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ছয়টিতেই যে হেরেছে বাংলাদেশ। ফলে পরিসংখ্যানে বেশ এগিয়ে থেকেই মাঠে নামছে আফগানিস্তান।


সর্বশেষ সংবাদ