বিপিএলের পারিশ্রমিক নির্ধারণ, খেলা হবে তিন ভেন্যুতে

বিপিএল পরবর্তী তিন আসরের জন্য চূড়ান্ত হয়ে গেছে ৭ ফ্র্যাঞ্চাইজি
বিপিএল পরবর্তী তিন আসরের জন্য চূড়ান্ত হয়ে গেছে ৭ ফ্র্যাঞ্চাইজি  © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী তিন আসরের জন্য চূড়ান্ত হয়ে গেছে ৭ ফ্র্যাঞ্চাইজি। এবার নির্ধারিত হলো দেশি- বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক। আসন্ন আসরে সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটার পারিশ্রমিক পাবেন ৮০ লাখ টাকা এবং সর্বনিম্ন ৫ লাখ টাকা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদ সম্মেলন বিষয়টি জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ও চেয়ারম্যান শেখ সোহেল বিস্তারিত সব তথ্য জানান।

ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আগামী ২ সপ্তাহ সময় দেয়া হবে সুযোগ পাওয়া এ সাত প্রতিষ্ঠানকে, এর মধ্যে গ্যারান্টি মানি (প্রায় ১০ কোটি) জমা দিয়ে নিজেদের ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে হবে।’

আসন্ন বিপিএলে দেশি ক্রিকেটারদের সাতটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি 'এ' আর সর্বনিম্ন ক্যাটাগরি 'জি'। নতুন নির্ধারিত মূল্যমান অনুযায়ী সর্বোচ্চ ক্যাটাগরির দেশি ক্রিকেটার পাবেন ৮০ লাখ টাকা এবং সর্বনিম্ন ৫ লাখ টাকা। বিদেশি ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ইউএস ডলার।

এছাড়া এবার থেকে প্লেয়ার্স ড্রাফট ব্যতীত বিদেশি ক্রিকেটারদের ডিরেক্ট সাইনিংয়ের ক্ষেত্রে কণো ধরণের বাধ্যবাধকতা রাখছে না বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের ইচ্ছা অনুযায়ী বিদেশি ক্রিকেটার সাইন করাতে পারবে। তবে একাদশে সর্বোচ্চ চারজন এবং সর্বনিম্ন দুইজন বিদেশি খেলাতে পারবে। 

আরও পড়ুন: আইসিসির ফেসবুক-টুইটারের কাভারে বাংলাদেশের মেয়েরা

২০২৩ সালের ৬ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের পরবর্তী আসরের। আসন্ন আসরও তিনটি ভেন্যুতে বসবে। ভেন্যুগুলো হলো, মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সবমিলিয়ে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে আসন্ন আসরে থাকছে না কোনো আইকন ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজিগুলো একজন করে ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবেন। এর বাইরে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কিনতে হবে দলগুলোকে।

আসন্ন আসরের দেশি ক্রিকেটারদের জন্য সাতটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। দেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’ এবং সর্বনিম্ন ‘জি’। ক্যাটাগরির অনুসারে সর্বোচ্চ ৮০ লাখ ও সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক পাবে ক্রিকেটাররা। এছাড়া বিদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়াও খরচ কমিয়ে আনতেই এবার বিপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কতৃপক্ষ।

এরপর বিপিএলের দশম আসর শুরু হবে২০২৪ সালের ৬ জানুয়ারি এবং শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। বিপিএলের একাদশ আসর মাঠে গড়াবে ২০২৫ সালের ১ জানুয়ারি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence