ছাদখোলা বাস থেকে বিলবোর্ডের খোঁচা, কপালে তিন সেলাই

ঋতুপর্ণা চাকমা
ঋতুপর্ণা চাকমা  © ফাইল ছবি

ফুটবলার সানজিদার স্বপ্ন ছিল ছাদখোলা বাসে করে ট্রফি জয়ের উল্লাসে মাতবেন। আর সেই স্বপ্ন পূরণ হয়েছে আজ। ছাদখোলা বাসে করে ইতোমধ্যে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে রয়েছে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। তবে রাস্তায় থাকা বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। কপালে দিতে হয়েছে তিনটি সেলাই।

এরপর গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্স করে সিএমএইচে নেয়া হয়। সেখানেই তার চিকিৎসা হয়। বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ গণমাধ্যমকে বলেন, ফ্লাইওভারে উঠতেই ঋতুর কপালে ব্যানার বা এ রকম কিছু লেগে যায়। এরপর গাড়ি থামিয়ে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন: প্রধান শিক্ষকের কক্ষেই পাওয়া যায় ছয় বিষয়ের প্রশ্ন

এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের বিজি ৩৭২ ফ্লাইটে দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতি বিমানবন্দরে অবতরণ করে সাবিনা-সানজিদারা। সেখানে তাদের কেক কেটে ও ফুলের মালা পরিয়ে বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফে সহ সভাপতি আতাউর রহমান মানিক। এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব এবং মন্ত্রণালয় ও বাফুফে কর্মকর্তারা। 


সর্বশেষ সংবাদ