রাজশাহী বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯৬ হাজার

রাজশাহী বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯৬ হাজার
রাজশাহী বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯৬ হাজার  © ফাইল ছবি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় প্রায় ২ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। ইতিমধ্যে ২৭০ কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সব কেন্দ্রে পরীক্ষার উপকরণ পাঠানোর কাজও পুরোদমে চলছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৯৬ হাজার ৬০০ শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে নিয়মিত্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ২৫১ জন। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ১৫৪ জন।

এছাড়া বিভাগ উন্নয়ন পরীক্ষায় অংশ নেবে ১৯৫ জন শিক্ষার্থী। বিজ্ঞান শাখা থেকে এবার ৮৭ হাজার ৬৮৪ জন, মানবিক শাখা থেকে ৯৯ হাজার ৫৮২ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৯ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী অংশ নেবে।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ সোমবার

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, আগামী ১৯ জুন পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ৬ জুলাই। অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা গ্রহণের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ