৭ ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগে প্রধান শিক্ষককে গণপিটুনি

আহত প্রধান শিক্ষক
আহত প্রধান শিক্ষক  © সংগৃহীত

ঝালকাটির নলছিটিতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৭ ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগে প্রধান শিক্ষককে বেধরক পিটিয়েছে অভিভাবক ও স্থানীয়রা। পদত্যাগপত্রে স্বাক্ষরও আদায় করেছে তারা। 

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা সদরের নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে। 

ঘটনাস্থলে উপস্থিত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম বলেন, ছাত্রীদের পেটানোর ঘটনায় উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করে পদত্যাগে বাধ্য করেন। এ ঘটনার তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষক ও এলাকাবাসী জানায়, বিদ্যালয়টির আসন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে টিফিনের সময় সপ্তম থেকে দশম শ্রেণির বেশ কয়েকজন ছাত্রী একটি কক্ষে গান বাজিয়ে প্র্যাকটিস করছিল। গানের শব্দ শুনে প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন ওই ছাত্রীদের পিটিয়ে আহত করেন। এতে আতঙ্কগ্রস্ত হয়ে কয়েকজন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে অভিভাবক ও এলাকাবাসী ছুটে এসে আহত ছাত্রীদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় বিক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। 

এ ঘটনায় সেখানে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম ও থানা থেকে পুলিশ উপস্থিত হন। তখন প্রধান শিক্ষক নিজ কক্ষ থেকে বের হতেই উপস্থিত লোকজন তাকে মারধর শুরু করলে সাইফুল ইসলাম তাকে নিজ গাড়িতে তুলে নেন।পেরে বিক্ষুব্ধ জনতা তাকে গাড়িতে অবরুদ্ধ করে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করেন। 

আহত সাত শিক্ষার্থী সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রী। তারা ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা সনিয়া জানিয়েছে, আহত শিক্ষকসহ ছাত্রীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছে, আহত শিক্ষককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ