ভর্তিতে লটারি পদ্ধতি বাদ দিতে চায় ঢাকা রেসিডেনসিয়ালের শিক্ষার্থীরা

প্ল্যাকার্ড হাতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলজের শিক্ষার্থীরা
প্ল্যাকার্ড হাতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলজের শিক্ষার্থীরা

দেশের বেশিরভাগ স্কুলেই শিক্ষার্থীদের ভর্তি হতে হয় লটারির মাধ্যমে। বেশ কয়েক বছর ধরেই এ পদ্ধতি অনুসরণ করছে স্কুলগুলো। করোনাকালীন সময়ে লটারি পদ্ধতিতে ভর্তি শুরু করে প্রতিষ্ঠানটি। তবে লটারি পদ্ধতি থেকে বের হয়ে আসার দাবি করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলজের শিক্ষার্থীরা।

বুধবার (১৩ নভেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করে শতাধিক শিক্ষার্থী। 

মানবন্ধনে তারা বলেন, স্কুলে ভর্তি প্রক্রিয়ায় পরীক্ষার প্রয়োজন। এটি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার সঠিক মূল্যায়ন করতে সাহায্য করে। পরীক্ষার মাধ্যমে যাদের প্রকৃত যোগ্যতা রয়েছে, তারাই ভর্তির সুযোগ পায়, যা স্কুলের মান ধরে রাখতে সহায়ক। স্কুলের সার্বিক পরিবেশ উন্নত রাখতে হলে মেধাবী শিক্ষার্থীদের বেছে নেওয়া জরুরি।

তারা আরও বলেন, লটারি ব্যবস্থার ক্ষেত্রে অনেক সময় দক্ষ শিক্ষার্থীরা সুযোগ থেকে বঞ্চিত হতে পারে, কারণ এটি সম্পূর্ণরূপে ভাগ্যের উপর নির্ভর করে। অন্যদিকে, ভর্তি পরীক্ষা থাকলে শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও প্রস্তুতির ভিত্তিতে নিজেদের প্রমাণ করতে পারে। এতে একটা সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি হয়, যা ভবিষ্যতে জীবনের নানা ক্ষেত্রে সফল হতে সহায়ক।


সর্বশেষ সংবাদ