সেন্ট জোসেফ ওল্ড বয়েজ’ ফাউন্ডেশনের নেতৃত্বে ইমরান-শেখ শাবাব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১১:২৯ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ০২:২৭ PM
কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম প্রেসিডেন্ট হিসেবে এবং নগদ লিমিটেডের চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার শেখ শাবাব আহমেদ জেনারেল সেক্রেটারি (জিএম) হিসেবে সেন্ট জোসেফ ওল্ড বয়েজ’ ফাউন্ডেশনের (এসজেওবিএফ) নতুন এক্সিকিউটিভ কমিটির দায়িত্ব গ্রহণ করেছেন।
এটি রাজধানীর নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ১৫তম বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৫ সালের কমিটি গঠিত হয়েছে।
১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন কনফিডেন্স গ্রুপের চিফ এইচআর অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস অফিসার মোহাম্মদ তরিকুল ইসলাম এবং ট্রেজারার হিসেবে রয়েছেন হেড অব এমটিবি গ্রুপ লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশন ব্যারিস্টার শাফায়াত উল্লাহ।
কমিটিতে আরও রয়েছেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের এসইভিপি অ্যান্ড হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, আইফার্মার’র প্রিন্সিপাল অ্যাডভাইজর ইরফান ইসলাম, এশিয়া ফয়েলস লিমিটেড’র ডিএমডি আসিফ নেওয়াজ, অর্কিড প্রিন্টার্স’র ডিরেক্টর এহতেশাম নেওয়াজ, র্যাগ্স ইমার্ট’র মার্কেটিং ম্যানেজার মাহদি আল আমীন, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল’র লেকচারার তারেক আজিজ এবং ম্যাক্সসেস ট্রিমস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাফসান জনি ফারুক।
প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিতে সক্রিয় অংশগ্রহণ এবং অ্যালামনাইদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করতে কাজ করবে নতুন কমিটি। শুধু সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করা নয়; সমাজে ইতিবাচক একটি প্রভাব রাখতে পরিকল্পিত ও টেকসই উপায়ে কার্যক্রম পরিচালনায় আগ্রহী এই কমিটি।