এসএসসি ২০২৩

ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বরিশালে অনুপস্থিত ১১৮২, বহিষ্কার ৯

  © টিডিসি ফটো

এসএসসি পরীক্ষার তৃতীয় দিন ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল মোট ১ হাজার ১৮২ জন পরীক্ষার্থী। এছাড়া মোট ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।

তিনি জানান, বিভাগের ৬ জেলায় মোট ১৯০টি পরীক্ষা কেন্দ্রে আজ মোট ৮৬ হাজার ১৮৯ জনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে এরমধ্যে অংশ নিয়েছে ৮৫ হাজার ৭ জন। ফলে অনুপস্থিতির সংখ্যা ১১৮২ জন। আর শতকরা হিসেবে অনুপস্থিতির হার ১ দশমিক ৩৭।

আরও পড়ুন: ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ১৮১৮১ শিক্ষার্থী, বহিষ্কার ৬১

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ ৩৪৩ জন বরিশাল জেলায়, এরপর পটুয়াখালীতে ২৭১ জন, ভোলায় ২০৫ জন, পিরোজপুরে ১৩৮ জন, বরগুনায় ১১৫ জন ও ঝালকাঠিতে ১১০ জন রয়েছে।

এছাড়া বহিষ্কার করা হয়েছে ভোলায় ৬ জন, পটুয়াখালীতে ২ জন ও ঝালকা‌ঠি‌ জেলায় ১ পরীক্ষার্থীকে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence