স্কুলে হঠাৎ পাঠদান বন্ধ করে যুবলীগের সম্মেলন

স্কুলে ইউনিয়ন যুবলীগের সম্মেলন
স্কুলে ইউনিয়ন যুবলীগের সম্মেলন  © সংগৃহীত

সকালে নির্ধারিত সময়ে শুরু হয় শ্রেণীকক্ষে পাঠদান। যার যার ক্লাসে উপস্থিত শিক্ষার্থীরা। শিক্ষকরা একটি করে ক্লাসও নিয়েছেন। হঠাৎ ১১টায় ছুটির ঘণ্টা বাজলো। সবাই বাড়ি ফিরে গেলেন ছাত্র ছাত্রীরা।

খোঁজ নিয়ে জানা যায় স্কুলে ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তাই ক্লাস বাদ দিয়ে সম্মেলনের জন্য স্কুলের কক্ষ খালি করতে হবে। এমনই ঘটনা ঘটেছে রাঙামাটি লংগদু উপজেলার উগলছড়ি মহাজনপাড়া উচ্চ বিদ্যালয়ে।

আরও পড়ুন: মাদ্রাসার সব শিক্ষককে মুক্তপাঠের প্রশিক্ষণ নিতে নির্দেশ

বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী  ইমরান হোসেন জানায়, 'সকালে স্কুলে গিয়েছি একটা ক্লাসও হয়েছে। হঠাৎ ছুটি দিয়ে দিছে স্যারেরা। স্কুলে অনেক লোকজন দেখছি। কী নাকি অনুষ্ঠান হবে তাই স্কুল ছুটি। '

নবম শ্রেণির শিক্ষার্থী আরিফ হোসেন বলে,'স্কুলে যুবলীগের সম্মেলন হবে। তাই ক্লাস হয় নাই। স্কুল ছুটি হয়ে গেছে। '

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান,'স্কুল বন্ধ রেখে যুবলীগের অনুষ্ঠান করা ঠিক হয়নি। প্রয়োজনে বন্ধের দিনে এই সম্মেলন করা যেতো। অথবা ইউনিয়ন পরিষদেও করতে পারতো। '

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল হাসান চৌধুরী জানান, 'স্থানীয় যুবলীগের সম্মেলনের কারণে স্কুল ছুটি দেওয়া হয়েছে। গতরাতে হঠাৎ করে স্থানীয় আওয়ামীলীগ নেতারা স্কুল ব্যবহারের অনুমতি চান। তবে সরাসরি স্কুল বন্ধ না করে একটা ক্লাস নেওয়ার পর ছুটি দেওয়া হয়েছে। আমাদের অফিস খোলা আছে এবং শিক্ষকরা সবাই উপস্থিত আছেন। প্রধান শিক্ষকের হাতে তিন দিনের ছুটি সংরক্ষিত থাকে। সে হিসেবেও ছুটি দেওয়ার সুযোগ আছে।'

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বগাচত্বর ইউপি চেয়ারম্যান আবুল বাশার জানান, 'আমাদের ইউনিয়ন পরিষদে যুবলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু পরিষদ ভবনে পর্যাপ্ত জায়গা না থাকায় বাধ্য হয়ে স্কুলে করতে হয়েছে। '


সর্বশেষ সংবাদ