এসএসসির প্রশ্নফাঁস তদন্তে দিনাজপুর শিক্ষাবোর্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৬ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৬ PM
চলমান এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষাবোর্ডের উদ্যোগে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। বোর্ডের চেয়ারম্যানের কাছে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে উক্ত কমিটিকে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বৈঠকে বসে শিক্ষাবোর্ডে। সেখানেই তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
তদন্ত কমিটির প্রধান করা হয়েছে কলেজ শাখার পরিদর্শক ফারাজ উদ্দিন তালুকদারকে। কমিটির বাকি সদস্যরা হলেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হারুন-অর-রশিদ ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার উপ-পরিদর্শক আকতারুজ্জামান।
আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গণরুম’ থাকবে না — উপাচার্য
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম। তিনি জানান, কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় একটি মামলা করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা হবে।