পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার অনুরোধ ডিএমপির
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৭ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৪ PM
বৈরি আবহাওয়ায় বৃষ্টিবাদল থাকলেও আগামীকাল শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছে শিক্ষা বোর্ডে। তবে রাজধানীতে গত কয়েক দিনের বৃষ্টি ও খোড়াখুড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
তাই পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছানোর লক্ষে এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এ অনুরোধ জানান।
আরও পড়ুন: ৪১তম বিসিএস লিখিতের ফল হতে পারে কাল।
তিনি বলেন, গত কয়েকদিনের বৃষ্টি ও খোড়াখুড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন বেশ ধীরগতিতে চলাচল করছে। এ অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, চলতি বছর সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় স্থগিত হয়েছিল এসএসসি ও সমমান পরীক্ষা। বন্যার কারণে সারা দেশে পিছিয়ে থাকা পরীক্ষা শুরু হতে যাচ্ছে কাল।