এসএসসি ও সমমানের চতুর্থ দিনে বহিষ্কার ৭৮

এসএসসি পরীক্ষার কেন্দ্র
এসএসসি পরীক্ষার কেন্দ্র   © ফাইল ফটো

এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে ৭৫ জন পরীক্ষার্থী ও ৩ জন কক্ষ পরিদর্শকসহ মোট ৭৮ জন বহিষ্কৃত হয়েছেন। এদিন অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ১২০ জন পরীক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এদিন এসএসসিতে গণিত ও দাখিলে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এসএসসি ও দাখিল ভোকেশনালে কোন পরীক্ষা ছিল না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন পরীক্ষায় ১৬ লাখ ৬২ হাজার ১৪৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ১৬ লাখ ৩৪ হাজার ২৩ জন। বাকি ২৮ হাজার ১২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। এদিনের পরীক্ষার ৩ হাজার ১৪টি কেন্দ্রের মধ্যে বিদেশের ৯টি কেন্দ্র ছাড়া ৩ হাজার ৭টি কেন্দ্রের তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গণিত পরীক্ষায় বহিষ্কার অর্ধশত
নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২৯১টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসির গণিত পরীক্ষায় ৪৭ জন পরীক্ষার্থী ও ৩ জন পরিদর্শক বহিষ্কৃত হয়েছেন।

বিদেশের ৯টি কেন্দ্র ছাড়া ২ হাজার ২৮২টি কেন্দ্রের তথ্য তুলে ধরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, ঢাকা বোর্ডের ৭ জন, রাজশাহী বোর্ডে ২ জন, কুমিল্লা বোর্ডের ১২ জন, যশোর বোর্ডের ৪ জন, বরিশাল বোর্ডের ৪ জন, দিনাজপুর বোর্ডের ৫ জন ও ময়মনসিংহ বোর্ডের ১১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

নয়টি সাধারণ বোর্ডের এসএসসির গণিত পরীক্ষায় ওই ২ হাজার ২৮২টি কেন্দ্রে ১৩ লাখ ৫৭ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। অংশ নেন ১৩ লাখ ৪১ হাজার ৫৬১ জন। অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৮১৩ জন।

আর ময়মনসিংহ বোর্ডে ২ জন পরিদর্শক বহিষ্কৃত হয়েছেন। সিলেট বোর্ডে ১ জন পরিদর্শককে বহিষ্কার করা হলেও কোন বহিষ্কৃত হননি।

ঢাকা বোর্ডের ৪৩৮টি কেন্দ্রে ৪ হাজার ৭৬৬ জন, রাজশাহী বোর্ডের ২৬৯টি কেন্দ্রে ২ হাজার ৭ জন, কুমিল্লা বোর্ডের ২৭৩টি কেন্দ্রে ২ হাজার ১০১ জন, যশোর বোর্ডের ২৯৯টি কেন্দ্রে ১ হাজার ৯৭৩ জন, চট্টগ্রাম বোর্ডের ২১৯ টি কেন্দ্রে ১ হাজার ৩৮৪ জন, সিলেট বোর্ডের ১৫৪টি কেন্দ্রে ১ হাজার ১০৭ জন, বরিশাল বোর্ডের ১৯৪টি কেন্দ্রে ১ হাজার ২৭৪ জন, দিনাজপুর বোর্ডের ২৮০টি কেন্দ্রে ১ হাজার ৭০৭ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১৫৬টি কেন্দ্রে ১ হাজার ১৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

দাখিলের বাংলা পরীক্ষায় বহিষ্কার ২৮
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হওয়ার খবর দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য বলছে, ৭২৫টি কেন্দ্রে ২ লাখ ৫৫ হাজার ৭০৩ জন পরীক্ষার্থীর এদিন পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেন ২ লাখ ৪৫ হাজার ৭৩ জন। ১০ হাজার ৬৩০ জন অনুপস্থিত ছিলেন। 

চলতি বছর নিয়মিত-অনিয়মিতসহ এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার কথা আছে মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থীর। নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী রয়েছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বসার কথা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জনের এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছিলেন।

গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর এটাই প্রথম পাবলিক পরীক্ষা। এবারের পরীক্ষা হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ তিন ঘণ্টা সময়ে। চলতি বছর যে শিক্ষার্থীরা এসএসসি ও সমমান পরীক্ষায় বসেছেন তারা ২০১২ সালে প্রণীত শিক্ষাক্রমেই নবম ও দশম শ্রেণিতে পড়েছেন।

প্রসঙ্গত, এবার এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। ১৩ মে পর্যন্ত দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে। আর ১৪ থেকে ১৮ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে। এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ১৩ মে ইংরেজি-২ পরীক্ষা দিয়ে শেষ হবে। ১৩ থেকে ২২ মে এসএসসি ও দাখিল ভোকেশনালের ব্যবহারিক পরীক্ষা এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ চলবে।


সর্বশেষ সংবাদ