মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়
দেরিতে প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ এসএসসি পরীক্ষাকেন্দ্রে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০২:০৪ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৫, ০২:০৪ PM

মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ করেছেন অভিভাবকরা। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসির বাংলা পরীক্ষা শেষে এ অভিযোগ করেন তারা।
জানা গেছে, রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেন মতিঝিল আইডিয়াল স্কুল ও সেন্ট গ্রেগরি স্কুলের শিক্ষার্থীরা। এ কেন্দ্রের ৩০০৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
এ কক্ষে ৪২ জন পরীক্ষার্থী ছিলেন। ২০ মিনিট দেরিতে এসএসরি প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে দেয়া হয়। পরীক্ষা শেষে অভিভাবকদের তোপের মুখে পড়েছেন কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা।
আরো পড়ুন: শেষ হলো এসএসসি প্রথম দিনের পরীক্ষা
এ ছাড়াও দেরিতে প্রশ্ন দেওয়ায় পরীক্ষা শেষে হট্টগোল শুরু করেন অভিভাবকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
অভিভাবকদের অভিযোগ, আজ এসএসসি পরীক্ষার প্রথমদিনে বাংলা প্রথমপত্রের লিখিত অংশের প্রশ্নপত্র ২০ মিনিট দেরিতে দেয়া হয়। কিন্তু পরীক্ষার নির্ধারিত সময় পর খাতা কেড়ে নেওয়া হয়। এতে তারা লিখিত পরীক্ষা দিতে ২০ মিনিট কম সময় পেয়েছে।