ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রে

ফুলব্রাইট স্কলারশিপ
ফুলব্রাইট স্কলারশিপ  © সংগৃহীত

সারা বিশ্বের মেধাবীদের লক্ষ্য থাকে বিদেশে বৃত্তি নিয়ে পড়তে যাওয়ার। বাংলাদেশের শিক্ষার্থীদের ক্ষেত্রেও ভিন্নতা নেই। আর যদি সেই বৃত্তি হয় যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট তবে তো কথাই নেই। এই বৃত্তি একদিকে যেমন মর্যাদার অন্যদিকে নানা সুযোগ-সুবিধাও রয়েছে। প্রতিবছরই ফুলব্রাইট স্কলারশিপ দিয়ে থাকে যুক্তরাষ্ট্র।

‘ফুলব্রাইট ফরেইন স্টুডেন্ট প্রোগ্রাম’ এর আওতায় বিশ্বের ১৫৫টি দেশ থেকে প্রতিবছর প্রায় ৪ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি লাভের সুযোগ পান। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে। এছাড়াও বিমানে আসা-যাওয়ার খরচ, মাসিক উপবৃত্তি, স্বাস্থ্য বীমা, ভিসা ফিসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। ফুলব্রাইট ডিগ্রী স্কলারশিপ আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট দ্বারা অর্থায়ন করা হয়।

শিক্ষার্থীরা শক্তি, সামাজিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, কৃষি, জনস্বাস্থ্য, নগর ও আঞ্চলিক পরিকল্পনা এবং তথ্য বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ:

* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* পাঠ্যপুস্তক ফি প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* উপবৃত্তি।
* স্বাস্থ্য বীমা।
* ভিসা ফি।
* কম্পিউটার এবং সেটলিং-ইন ভাতা।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতকোত্তরের জন্য একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক ডিগ্রী।
* পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি।
* কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা।
* জিআরই স্কোর তুলতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* তিনটি রেফারেন্স চিঠি।
* গবেষণা প্রস্তাব।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* আইইএলটিএস স্কোর।
* প্রাতিষ্ঠানিক সনদ।

আবেদন প্রক্রিয়া:

আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে


সর্বশেষ সংবাদ