ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতুন ২০ হাজার টাকা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ০৩:০৬ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২১, ০৩:০৬ PM
ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। ‘আনস্টপেবল’ শিরোনামে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করা যাবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশিরা এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন।
গত ২ বছর সারা পৃথিবী এক কঠিন সময় অতিক্রম করেছে। বৈশ্বিক মহামারী, ঘন ঘন চরম আবহাওয়া সম্পর্কিত বিপর্যয়, সহিংসতা, যুদ্ধ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। এসবের মাঝেও পৃথিবীর মানুষ সহনশীলতা, ভালবাসা, ইতিবাচকতা এবং ঐক্যের অসংখ্য মুহূর্তের সাক্ষী হতে পেরেছে। এমনও মানুষ খুজে পাওয়া যাবে যারা জীবন বাঁচাতে, মহামারী মোকাবেলায়, জলবায়ু সংকটের সাথে লড়াই করতে এবং বিশ্বকে একটি ভাল জায়গা করে তুলতে অপ্রতিরোধ্য ছিলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সেই ফটোগুলোই খুঁজছে যা এই অপ্রতিরোধ্যতা তুলে ধরবে।
মোট ৩ জনকে পুরস্কৃত করা হবে এবং সনদ প্রদান করা হবে। এছাড়া নির্বাচিত ছবিগুলো নিয়ে ঢাকায় প্রদর্শনীর আয়োজন করা হবে ।
সুযোগ-সুবিধাসমূহ:
* প্রথম পুরস্কার হিসেবে ২০ হাজার টাকা প্রদান করা হবে।
* দ্বিতীয় পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা প্রদান করা হবে।
* তৃতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা প্রদান করা হবে।
* বিজয়ী সবাইকে সনদ প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
* প্রতিযোগিতাটি যে কোন বাংলাদেশী অ্যামেচার বা পেশাদার ফটোগ্রাফারের জন্য উন্মুক্ত।
* একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ ৩টি ছবি জমা দিতে পারবেন। ফটোগুলি রঙিন বা কালো এবং সাদা হতে পারে।
* জমা দিতে হবে ডিজিটাল ফরম্যাটে।
* ম্যানিপুলেটেড বা ওয়াটারমার্ক করা ফটো অনুমোদিত নয়।
* জমাদানকারীই ছবির একমাত্র মালিক হবেন।
* ছবির সাইজ ১০ এমবি এর বেশি হওয়া যাবে না।
* ছবি অবশ্যই জেপিইজি ফরম্যাটে হতে হবে।
* জমা দেওয়া প্রতিটি ছবির জন্য ক্যাপশন থাকতে হবে।
আবেদন পদ্ধতি:
ছবি জমা দেয়ার মেইল- comms@bdrcs.org. বিস্তারিত জানতে ক্লিক করুন।