উন্নত শিক্ষাব্যবস্থা, আধুনিক গবেষণাসুবিধা ও ভালো ক্যারিয়ার সম্ভাবনার কারণে বর্তমানে অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। নিজস্ব অর্থায়নের পাশাপাশি বেশির ভাগ শিক্ষার্থী বিভিন্ন স্কলারশিপের সহায়তায় উচ্চশিক্ষার জন্য বিদেশে যান।
প্রতিবছর বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ প্রদান করে। এসব তথ্য পাওয়া যায় সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ১০ দেশের স্কলারশিপ সম্পর্কিত তথ্য নিচে তুলে ধরা হলো।
ফুলব্রাইট ফরেইন স্টুডেন্ট প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশি স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পান। বিশেষ করে যেসব প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হয় তাদের মধ্যে রয়েছেন—বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য, সরকারি ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন এবং এনজিওতে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্যপর্যায়ের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্র সরকার পরিচালিত ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও শিক্ষাগত সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পরিচালিত হয়।
প্রাথমিক যোগ্যতা: ভালো ফলসহ ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হয়
সংযুক্তি: টোয়েফল স্কোর ৮০ বা আইইএলটিএস স্কোর ৭.০, নির্বাচনী ধাপে জিআরই পরীক্ষার স্কোর যুক্ত করতে হয়;
এডু কানাডা স্টাডি ইন স্কলারশিপ কানাডা সরকারের উদ্যোগে পরিচালিত একটি বৃত্তি কর্মসূচি, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নের সুযোগ প্রদান করে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা, গবেষণা সুবিধা ও বহুসাংস্কৃতিক শিক্ষার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। কানাডার সঙ্গে বিভিন্ন দেশের শিক্ষাগত সম্পর্ক উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ স্কলারশিপ বিশ্বের অন্যতম সম্মানজনক স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম। এ স্কলারশিপের যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে। এ প্রোগ্রামের অর্থায়ন করে ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ মিলবে এই বৃত্তির মাধ্যমে।
প্রাথমিক যোগ্যতা: স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি;
সংযুক্তি: ভাষাদক্ষতার সনদ হিসেবে আইইএলটিএস স্কোর গ্রহণ করা হয়;
আবেদনের সময়: সেপ্টেম্বর-জানুয়ারি;
কমনওয়েলথ স্কলারশিপ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে চোখ রাখতে হবে;
আইফেল এক্সিলেন্স স্কলারশিপ ফ্রান্সের ইউরো অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম। এই স্কলারশিপ শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা অর্জনের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেয়। ইন্টার্নশিপে ইচ্ছুক শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠান থেকে আবেদনের মাধ্যমে একটি চুক্তি সম্পন্ন করতে হয়। এই বৃত্তি নিয়ে ফ্রান্সে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে।
আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন;
German Academic Exchange Service অথবা ডাড (DAAD) তাদের কার্যক্রম শুরু করে ১৯২৫ সালে। এই স্কলারশিপ প্রতিবছর প্রায় ১,৫০,০০০ ছাত্রছাত্রীকে অর্থায়ন করে থাকে। যারা স্কলারশিপ নিয়ে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য ডাড (DAAD) স্কলারশিপ একটি দারুণ সুযোগ। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি পাওয়া যায় ডাড-এর আওতায়।
আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন;
রাশিয়া সরকার প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য Russian Government Scholarship প্রদান করে, যা বিনা মূল্যে রাশিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেয়। শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য বৃত্তি পাবেন। তবে শিক্ষার্থীদের সেজন্য এক বছর রুশ ভাষা শিখতে হবে।
সিএসসি বৃত্তি (CSC Scholarship) হলো চীন সরকার প্রদত্ত একটি পূর্ণাঙ্গ বৃত্তি, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের চীনের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দেয়। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াই মানসম্পন্ন শিক্ষা, গবেষণাসুবিধা এবং চীনের সমৃদ্ধ সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারেন। চীন ও অন্যান্য দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা বাড়ানো এবং মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করাই এর প্রধান উদ্দেশ্য। বৃত্তিপ্রাপ্তদের চীনা ভাষা শেখানো হয়।
আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন;
জাপানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি প্রদান করা হয়। জাপানে পড়াশোনার জন্য অন্যতম একটি স্কলারশিপ হলো ‘মেক্সট’ (এমইএক্সটি)। শব্দটি প্রকৃতপক্ষে মিনিস্ট্রি অব এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমইসিএসএসটি)। বড়সড় শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো মেক্সট। ১৯৫৪ সাল থেকে শুরু করে বিশ্বের ১৬০টির মতো দেশ থেকে আসা শিক্ষার্থীকে এ স্কলারশিপ দেয় জাপান সরকার। জাপান সরকার প্রদত্ত স্কলারশিপগুলোর মধ্যে এটি সবচেয়ে খ্যাতনামা ও সম্মানিত।
আবেদনের যোগ্যতা: স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি ও স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন;
সংযুক্তি: কোনো কোনো ক্ষেত্রে আইইএলটিএস বা টোয়েফল স্কোর প্রযোজ্য;
ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনায় বৃত্তি প্রদান করা হয়। ভারতে উচ্চশিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে আইসিসিআর স্কলারশিপ। প্রতিবছর আইসিসিআর-এর আওতায় মোট ২০০ স্কলারকে নির্বাচন করা হয়। এর মধ্যে ১০০টি ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য আর ১০০টি নন-ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য। যেমন: স্নাতকে ১৪০টি, স্নাতকোত্তর ৪০টি এবং এমফিল ও পিএইচডির জন্য ২০টি।
আবেদনের যোগ্যতা: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন;
অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার জন্য এই বৃত্তি প্রদান করা হয়। বিসিএস ক্যাডার এবং বাংলাদেশ ব্যাংক, উন্নয়ন সংস্থা, বেসরকারি সংস্থা, ব্র্যাক ও আইসিডিডিআরবির কর্মকর্তারা আবেদন করতেন পারেন। নারীদের এই বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়।
২০২৫ সালে এই স্কলারশিপ বিশ্বের ৫৫টি দেশের মোট ১,৫৫১ জন শিক্ষার্থীকে প্রদান করা হবে। অস্ট্রেলিয়া ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে উল্লেখযোগ্যভাবে এই স্কলারশিপ প্রোগ্রামে ২৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
আবেদনের যোগ্যতা: স্নাতকে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.17 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.15 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.01 ms
Query
Database
0.15 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
Event: dbquery
Events
0.01 ms
Query
Database
0.16 ms
SELECT *
FROM `wg_front_settings`
Event: dbquery
Events
0.01 ms
Connecting to Database: "prev"
Database
0.94 ms
Query
Database
1.75 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` = '176501'
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.23 ms
SELECT *
FROM `wg_category`
WHERE `id_category` = '107'
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
2.54 ms
SELECT `article_body`
FROM `wg_articledetail`
WHERE `id_article` = '176501'
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
4.47 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` IN ('175939','175934','175117','174982','174953','174279','173098','170080')
ORDERBY `id_article` DESC
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.45 ms
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` != '176501'
ORDERBY `id_article` DESCLIMIT 10
Event: dbquery
Events
0.02 ms
Query
Database
0.34 ms
SELECT `id_menuitem`, `parent_id`, `item_name`, `link_type`, `menu_url`
FROM `wg_menuitem`
WHERE `status` = 1
AND `id_menu` = 1
ORDERBY `menu_order` asc
Event: dbquery
Events
0.02 ms
View: detail.php
Views
1.01 ms
After Filters
Timer
0.01 ms
Required After Filters
Timer
0.16 ms
Database (11 total Queries, 11 of them unique across 2 Connections)
Time
Query String
0.33 ms
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 5
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 15
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 17
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT `id_menuitem` as `id`, `item_name` `name`, `slug`, `menu_url` `MenuLink`, `parent_id` as `parent_menu_id`, `link_type` as `LinkType`
FROM `wg_menuitem`
WHERE `id_menu` = 16
AND `status` = 1
ORDERBY `menu_order` ASCLIMIT 100
SELECT *
FROM `wg_article`
WHERE `status` = 1
AND `id_article` IN ('175939','175934','175117','174982','174953','174279','173098','170080')
ORDERBY `id_article` DESC
home_title -> UTF-8 string (162) "বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন ১০ দেশের সেরা স্কলারশিপ সম্পর্কে"
$value->home_title
share_title -> UTF-8 string (162) "বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন ১০ দেশের সেরা স্কলারশিপ সম্পর্কে"
$value->share_title
DetailNews -> null
$value->DetailNews
article_shoulder -> string (0) ""
$value->article_shoulder
article_hanger -> string (0) ""
$value->article_hanger
article_summary -> UTF-8 string (913) "প্রতিবছর বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ ...
$value->article_summary
প্রতিবছর বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ প্রদান করে। এসব তথ্য পাওয়া যায় সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ১০ দেশের স্কলারশিপ সম্পর্কিত তথ্য নিচে তুলে ধরা হলো।
<p style="text-align: justify;"><strong>উন্নত শিক্ষাব্যবস্থা, আধুনিক গবেষণাসুবিধা ও ভালো ক্যারিয়ার সম্ভাবনার কারণে বর্তমানে অনেক শিক্ষার্থী বিদেশে পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। নিজস্ব অর্থায়নের পাশাপাশি বেশির ভাগ শিক্ষার্থী বিভিন্ন স্কলারশিপের সহায়তায় উচ্চশিক্ষার জন্য বিদেশে যান। </strong></p>
<p style="text-align: justify;">প্রতিবছর বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ প্রদান করে। এসব তথ্য পাওয়া যায় সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ১০ দেশের স্কলারশিপ সম্পর্কিত তথ্য নিচে তুলে ধরা হলো।</p>
<p style="text-align: justify;"><strong>১. যুক্তরাষ্ট্র: ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম</strong></p>
<p style="text-align: justify;">ফুলব্রাইট ফরেইন স্টুডেন্ট প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশি স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পান। বিশেষ করে যেসব প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হয় তাদের মধ্যে রয়েছেন—বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য, সরকারি ও বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন এবং এনজিওতে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্যপর্যায়ের কর্মকর্তারা। </p>
<p style="text-align: justify;">যুক্তরাষ্ট্র সরকার পরিচালিত ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক বোঝাপড়া ও শিক্ষাগত সম্পর্ক জোরদার করার লক্ষ্যে পরিচালিত হয়।</p>
<p style="text-align: justify;"><strong>প্রাথমিক যোগ্যতা</strong>: ভালো ফলসহ ৪ বছরের স্নাতক ডিগ্রি থাকতে হয়</p>
<p style="text-align: justify;"><strong>সংযুক্তি</strong>: টোয়েফল স্কোর ৮০ বা আইইএলটিএস স্কোর ৭.০, নির্বাচনী ধাপে জিআরই পরীক্ষার স্কোর যুক্ত করতে হয়;</p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের সময়</strong>: এপ্রিল-মে-জুন;</p>
<p style="text-align: justify;">বিস্তারিত জানতে <span style="color: #3598db;"><strong><a style="color: #3598db;" title="এখানে ক্লিক" href="https://bd.usembassy.gov/" target="_blank" rel="noopener">এখানে ক্লিক</a></strong></span> করুন। </p>
<p style="text-align: justify;"><strong>২. কানাডা: এডু কানাডা স্টাডি ইন স্কলারশিপ</strong></p>
<p style="text-align: justify;">এডু কানাডা স্টাডি ইন স্কলারশিপ কানাডা সরকারের উদ্যোগে পরিচালিত একটি বৃত্তি কর্মসূচি, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নের সুযোগ প্রদান করে। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বমানের শিক্ষা, গবেষণা সুবিধা ও বহুসাংস্কৃতিক শিক্ষার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। কানাডার সঙ্গে বিভিন্ন দেশের শিক্ষাগত সম্পর্ক উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।</p>
<p style="text-align: justify;"><strong>আবেদনপ্রক্রিয়া</strong>: অনলাইনে আবেদন করতে হবে;</p>
<p style="text-align: justify;">বিস্তারিত জানতে <span style="color: #3598db;"><strong><a style="color: #3598db;" title="এখানে ক্লিক" href="https://www.educanada.ca/index.aspx?lang=eng" target="_blank" rel="noopener">এখানে ক্লিক</a></strong></span> করুন। </p>
<p style="text-align: justify;"><strong>৩. যুক্তরাজ্য: কমনওয়েলথ বৃত্তি</strong></p>
<p style="text-align: justify;">যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ স্কলারশিপ বিশ্বের অন্যতম সম্মানজনক স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম। এ স্কলারশিপের যাত্রা শুরু হয় ১৯৮৩ সালে। এ প্রোগ্রামের অর্থায়ন করে ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়ার সুযোগ মিলবে এই বৃত্তির মাধ্যমে। </p>
<p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://files.thedailycampus.com/uploaded/LOTUS/Sc%205.jpg" alt="Sc 5" width="653" height="368" /></p>
<p style="text-align: justify;"><strong>প্রাথমিক যোগ্যতা</strong>: স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি;</p>
<p style="text-align: justify;"><strong>সংযুক্তি</strong>: ভাষাদক্ষতার সনদ হিসেবে আইইএলটিএস স্কোর গ্রহণ করা হয়;</p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের সময়</strong>: সেপ্টেম্বর-জানুয়ারি;</p>
<p style="text-align: justify;">কমনওয়েলথ স্কলারশিপ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে চোখ রাখতে হবে;</p>
<p style="text-align: justify;">আরও জানতে <span style="color: #3598db;"><strong><a style="color: #3598db;" title="এখানে ক্লিক" href="https://cscuk.fcdo.gov.uk/apply/" target="_blank" rel="noopener">এখানে ক্লিক</a></strong></span> করুন। </p>
<p style="text-align: justify;"><strong>৪. ফ্রান্স: আইফেল এক্সিলেন্স স্কলারশিপ</strong></p>
<p style="text-align: justify;">আইফেল এক্সিলেন্স স্কলারশিপ ফ্রান্সের ইউরো অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম। এই স্কলারশিপ শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা অর্জনের জন্য ইন্টার্নশিপের সুযোগ দেয়। ইন্টার্নশিপে ইচ্ছুক শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠান থেকে আবেদনের মাধ্যমে একটি চুক্তি সম্পন্ন করতে হয়। এই বৃত্তি নিয়ে ফ্রান্সে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ আছে।</p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের যোগ্যতা</strong>: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন;</p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের সময়</strong>: ডিসেম্বর-জানুয়ারি;</p>
<p style="text-align: justify;">আরও জানতে <span style="color: #3598db;"><strong><a style="color: #3598db;" title="এখানে ক্লিক" href="https://www.campusfrance.org/en/france-excellence-eiffel-scholarship-program" target="_blank" rel="noopener">এখানে ক্লিক</a></strong></span> করুন। </p>
<p style="text-align: justify;"><strong>৫. জার্মানি: ডাড স্কলারশিপ</strong></p>
<p style="text-align: justify;">German Academic Exchange Service অথবা ডাড (DAAD) তাদের কার্যক্রম শুরু করে ১৯২৫ সালে। এই স্কলারশিপ প্রতিবছর প্রায় ১,৫০,০০০ ছাত্রছাত্রীকে অর্থায়ন করে থাকে। যারা স্কলারশিপ নিয়ে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য ডাড (DAAD) স্কলারশিপ একটি দারুণ সুযোগ। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি পাওয়া যায় ডাড-এর আওতায়।</p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের যোগ্যতা</strong>: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন;</p>
<p style="text-align: justify;">আরও জানতে <span style="color: #3598db;"><strong><a style="color: #3598db;" title="এখানে ক্লিক" href="https://www.daad.de/en/" target="_blank" rel="noopener">এখানে ক্লিক</a></strong></span> করুন। </p>
<p style="text-align: justify;"><strong>৬. রাশিয়া: সরকারি বৃত্তি</strong></p>
<p style="text-align: justify;">রাশিয়া সরকার প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য Russian Government Scholarship প্রদান করে, যা বিনা মূল্যে রাশিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দেয়। শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য বৃত্তি পাবেন। তবে শিক্ষার্থীদের সেজন্য এক বছর রুশ ভাষা শিখতে হবে।</p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের যোগ্যতা</strong>: সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ যোগ্যতা;</p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের সময়</strong>: সেপ্টেম্বর-ফেব্রুয়ারি;</p>
<p style="text-align: justify;">আরও জানতে <span style="color: #3598db;"><strong><a style="color: #3598db;" title="এখানে ক্লিক" href="https://education-in-russia.com/" target="_blank" rel="noopener">এখানে ক্লিক</a></strong></span> করুন। </p>
<p style="text-align: justify;"><strong>৭. চীন: সিএসসি বৃত্তি</strong></p>
<p style="text-align: justify;">সিএসসি বৃত্তি (CSC Scholarship) হলো চীন সরকার প্রদত্ত একটি পূর্ণাঙ্গ বৃত্তি, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের চীনের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দেয়। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াই মানসম্পন্ন শিক্ষা, গবেষণাসুবিধা এবং চীনের সমৃদ্ধ সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারেন। চীন ও অন্যান্য দেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতা বাড়ানো এবং মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করাই এর প্রধান উদ্দেশ্য। বৃত্তিপ্রাপ্তদের চীনা ভাষা শেখানো হয়। </p>
<p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://files.thedailycampus.com/uploaded/LOTUS/169894_143.jpg" alt="169894_143" width="687" height="387" /></p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের যোগ্যতা</strong>: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন;</p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের সময়</strong>: ডিসেম্বর-ফেব্রুয়ারি;</p>
<p style="text-align: justify;">আরও জানতে <span style="color: #3598db;"><strong><a style="color: #3598db;" title="এখানে ক্লিক" href="https://isc.bit.edu.cn/admissionsaid/financialaid/scholarships/b112920.htm" target="_blank" rel="noopener">এখানে ক্লিক</a></strong></span> করুন। </p>
<p style="text-align: justify;"><strong>৮. জাপান: মেক্সট বৃত্তি</strong></p>
<p style="text-align: justify;">জাপানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বৃত্তি প্রদান করা হয়। জাপানে পড়াশোনার জন্য অন্যতম একটি স্কলারশিপ হলো ‘মেক্সট’ (এমইএক্সটি)। শব্দটি প্রকৃতপক্ষে মিনিস্ট্রি অব এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমইসিএসএসটি)। বড়সড় শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো মেক্সট। ১৯৫৪ সাল থেকে শুরু করে বিশ্বের ১৬০টির মতো দেশ থেকে আসা শিক্ষার্থীকে এ স্কলারশিপ দেয় জাপান সরকার। জাপান সরকার প্রদত্ত স্কলারশিপগুলোর মধ্যে এটি সবচেয়ে খ্যাতনামা ও সম্মানিত।</p>
<p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://files.thedailycampus.com/uploaded/LOTUS/%E0%A6%96%209.jpg" alt="খ 9" width="648" height="365" /></p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের যোগ্যতা</strong>: স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি ও স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন;</p>
<p style="text-align: justify;"><strong>সংযুক্তি</strong>: কোনো কোনো ক্ষেত্রে আইইএলটিএস বা টোয়েফল স্কোর প্রযোজ্য;</p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের সময়</strong>: জানুয়ারি-জুলাই;</p>
<p style="text-align: justify;">আরও জানতে <span style="color: #3598db;"><strong><a style="color: #3598db;" title="এখানে ক্লিক" href="https://www.mext.go.jp/en/policy/education/highered/title02/detail02/sdetail02/1373897.htm" target="_blank" rel="noopener">এখানে ক্লিক</a></strong></span> করুন ।</p>
<p style="text-align: justify;"><strong>৯. ভারত: আইসিসিআর শিক্ষাবৃত্তি</strong></p>
<p style="text-align: justify;">ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনায় বৃত্তি প্রদান করা হয়। ভারতে উচ্চশিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে আইসিসিআর স্কলারশিপ। প্রতিবছর আইসিসিআর-এর আওতায় মোট ২০০ স্কলারকে নির্বাচন করা হয়। এর মধ্যে ১০০টি ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য আর ১০০টি নন-ইঞ্জিনিয়ারিং বিষয়ের জন্য। যেমন: স্নাতকে ১৪০টি, স্নাতকোত্তর ৪০টি এবং এমফিল ও পিএইচডির জন্য ২০টি।</p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের যোগ্যতা</strong>: ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এইচএসসি এবং স্নাতকোত্তরে ভর্তির জন্য স্নাতকে ভালো ফল প্রয়োজন;</p>
<p style="text-align: justify;">আরও জানতে <span style="color: #3598db;"><strong><a style="color: #3598db;" title="এখানে ক্লিক" href="https://a2ascholarships.iccr.gov.in/" target="_blank" rel="noopener">এখানে ক্লিক</a></strong></span> করুন। </p>
<p style="text-align: justify;"><strong>১০. অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ</strong></p>
<p style="text-align: justify;">অস্ট্রেলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার জন্য এই বৃত্তি প্রদান করা হয়। বিসিএস ক্যাডার এবং বাংলাদেশ ব্যাংক, উন্নয়ন সংস্থা, বেসরকারি সংস্থা, ব্র্যাক ও আইসিডিডিআরবির কর্মকর্তারা আবেদন করতেন পারেন। নারীদের এই বৃত্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়।</p>
<p style="text-align: justify;">২০২৫ সালে এই স্কলারশিপ বিশ্বের ৫৫টি দেশের মোট ১,৫৫১ জন শিক্ষার্থীকে প্রদান করা হবে। অস্ট্রেলিয়া ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে উল্লেখযোগ্যভাবে এই স্কলারশিপ প্রোগ্রামে ২৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।</p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের যোগ্যতা</strong>: স্নাতকে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা প্রয়োজন।</p>
<p style="text-align: justify;"><strong>সংযুক্তি</strong>: আইইএলটিএস ৬.৫ স্কোর থাকতে হয়;</p>
<p style="text-align: justify;"><strong>আবেদনের সময়</strong>: ফেব্রুয়ারি-এপ্রিল;</p>
<p style="text-align: justify;">বিস্তারিত জানতে <span style="color: #3598db;"><strong><a style="color: #3598db;" title="এখানে ক্লিক" href="https://australiaawardsbangladesh.org/get-ready-to-apply-2026/?fbclid=IwY2xjawH0bahleHRuA2FlbQIxMAABHWkt7TxGkXkhpM8FOlj10i8auiUnQtI6Stz9UfGF7eoqCQx1sRIh8J0NMQ_aem_ksULw-KVoTlsr0CutsPifA" target="_blank" rel="noopener">এখানে ক্লিক</a></strong></span> করুন। </p>
বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে থাইল্যান্ড, আবেদন মার্চের শেষ দিন পর্যন্ত
DetailNews -> null
$value[0]->DetailNews
article_shoulder -> string (0) ""
$value[0]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[0]->article_hanger
article_summary -> UTF-8 string (686) "এক সময় উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা মূলত পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকতেন। তবে...
$value[0]->article_summary
এক সময় উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা মূলত পশ্চিমা দেশগুলোর দিকে ঝুঁকতেন। তবে বর্তমানে এশিয়ার বিভিন্ন দেশেও উচ্চশিক্ষায় জনপ্রিয়তা বাড়ছে। এর মধ্যে থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) একটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য।
article_summary -> UTF-8 string (736) "ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্...
$value[2]->article_summary
ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি স্নাতক এবং তিন বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ প্রদান করছে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৭ এপ্রিল ২০২৫।
দেশে প্রয়োজনীয় সংখ্যক অ্যাকচুয়ারি সৃষ্টির লক্ষ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ব্রিটেনে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ও অ্যাকচুয়ারিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বিমা শাখা)।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের প্যারিস স্যাকলে ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৫ মে ২০২৫।
home_title -> UTF-8 string (204) "স্কলারশিপে উচ্চশিক্ষা নিন সংযুক্ত আরব আমিরাতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে"
$value[5]->home_title
share_title -> UTF-8 string (204) "স্কলারশিপে উচ্চশিক্ষা নিন সংযুক্ত আরব আমিরাতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে"
$value[5]->share_title
DetailNews -> null
$value[5]->DetailNews
article_shoulder -> string (0) ""
$value[5]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[5]->article_hanger
article_summary -> UTF-8 string (634) "২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকো...
$value[5]->article_summary
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
article_summary -> UTF-8 string (703) "আন্তর্জাতিক শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্...
$value[6]->article_summary
আন্তর্জাতিক শিক্ষার্থীদের দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সব খরচ বহন করা হবে। মোট ১২০ জন আন্তর্জাতিক শিক্ষার্থীকে এ স্কলারশিপ প্রদান করা হবে।
home_title -> UTF-8 string (196) "মান-অভিমান ভুলে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমীরের"
$value[0]->home_title
মান-অভিমান ভুলে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমীরের
share_title -> UTF-8 string (196) "মান-অভিমান ভুলে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমীরের"
$value[0]->share_title
মান-অভিমান ভুলে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জামায়াত আমীরের
article_shoulder -> string (0) ""
$value[0]->article_shoulder
article_hanger -> string (0) ""
$value[0]->article_hanger
article_summary -> UTF-8 string (454) "দেশে নানা ইস্যুতে চলছে আন্দোলন, আলোচনা-সমালোচনা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ স...
$value[0]->article_summary
দেশে নানা ইস্যুতে চলছে আন্দোলন, আলোচনা-সমালোচনা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র দাবিতে সড়ক অবরোধ ও দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য।
article_summary -> UTF-8 string (565) "জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)। এম...
$value[2]->article_summary
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)। এমএফএস সেবা প্রদানকারী এ প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার (এআরএম)’ পদে কর্মকর্তা নিয়োগে ২০ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি।
article_summary -> UTF-8 string (526) "গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে তিন শিক...
$value[6]->article_summary
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। মাদক সংক্রান্ত গুরুতর অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা...
article_summary -> UTF-8 string (484) "পিঠের চোটের কারণে আসন্ন পাকিস্তান সফর থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলে...
$value[8]->article_summary
পিঠের চোটের কারণে আসন্ন পাকিস্তান সফর থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সৌম্য সরকার। ডান পাশে নিচের অংশে ব্যথা অনুভব করায় গত এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন ১০ দেশের সেরা স্কলারশিপ সম্পর্কে
description
প্রতিবছর বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ প্রদান করে। এসব তথ্য পাওয়া যায় সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ১০ দেশের স্কলারশিপ সম্পর্কিত তথ্য নিচে তুলে ধরা হলো।
বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন ১০ দেশের সেরা স্কলারশিপ সম্পর্কে: The Daily Campus
share_title
বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন ১০ দেশের সেরা স্কলারশিপ সম্পর্কে: The Daily Campus
page_desc
প্রতিবছর বিভিন্ন দেশ ও বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ প্রদান করে। এসব তথ্য পাওয়া যায় সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে। বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ১০ দেশের স্কলারশিপ সম্পর্কিত তথ্য নিচে তুলে ধরা হলো।