থাইল্যান্ডে ইন্টার্নশিপের বিশ্বমঞ্চে বাংলাদেশি শিক্ষার্থী রোকনুজ্জামান

মো. রোকনুজ্জামান
মো. রোকনুজ্জামান  © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী মো. রোকনুজ্জামান আন্তর্জাতিক ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। 

তিনি থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. সুকানায়া লিথুনগীর আমন্ত্রণে এই বিশেষ ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নেবেন তিনি। যা চলবে ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত।

মহাসারাখাম বিশ্ববিদ্যালয় থাইল্যান্ডের ঐতিহ্যবাহী রাজকীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম, যা দেশটির মহাসারাখাম প্রদেশে অবস্থিত। রোকনুজ্জামান আগামী ২৫ মার্চ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা) থেকে রওনা হয়ে সেদিনই থাইল্যান্ডের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে (ব্যাংকক) পৌঁছাবেন। ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপ্তির পর তিনি ১৪ এপ্রিল বাংলাদেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

এ ইন্টার্নশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের পোষা প্রাণীর অভ্যন্তরীণ চিকিৎসা, পোষা প্রাণীর সার্জারি এবং ইনপেশেন্ট কেয়ার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করা। তিনি এ সুযোগকে তার শিক্ষাজীবনের একটি বিশেষ অর্জন হিসেবে বিবেচনা করছেন এবং আশা করছেন যে ইন্টার্নশিপ তার পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিষয়ে রোকনুজ্জামান বলেন, ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আমি আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে পারব, যা ভবিষ্যতে আমার ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। এটি আমার স্বপ্ন পূরণের পথে একটি বড় পদক্ষেপ।

তিনি আরো বলেন, সাফল্যের জন্য আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এছাড়া এ অর্জনের পেছনে আমার বাবা-মা ও পরিবারের অনুপ্রেরণা ও দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence