ফুল ফ্রি স্কলারশিপে পড়াশোনার সুযোগ রোমানিয়ায়, স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে দেবে বৃত্তি

ফুল ফ্রি স্কলারশিপে রোমানিয়ায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই
ফুল ফ্রি স্কলারশিপে রোমানিয়ায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই   © প্রতীকী ছবি

দেশের বাইরে পড়াশোনার সঙ্গে জড়িয়ে থাকে ভালো ক্যারিয়ার, উন্নত জীবনযাপন ও নতুন সম্ভাবনার পথ। যখন সুযোগের কথা আসে, তখন ইউরোপের অনেক দেশেই সেরা শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায়। ইউরোপের রোমানিয়া উচ্চশিক্ষার অন্যতম গন্তব্য। শেনজেনভুক্ত এ দেশটি বিশ্বমানের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরিচিত এবং প্রতিবছর বিদেশি হাজারো শিক্ষার্থীকে স্বাগত জানায়। 

২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে রোমানিয়া সরকার। প্রতিবছর বাংলাদেশসহ ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, এমন দেশের নাগরিকদের জন্য এ স্কলারশিপ প্রদান করা হয়। আবেদন শেষ হবে আগামী ১২ মার্চ। 

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া। আয়তনের দিক থেকে দেশটি ইউরোপের ১২তম বৃহত্তম রাষ্ট্র এবং জনসংখ্যার বিবেচনায় রোমানিয়া ইউরোপিয়ান ইউনিয়নে ষষ্ঠ দেশ। দেশটির রাজধানী বুখারেস্ট। ফ্রান্সের রাজধানী প্যারিসের সঙ্গে গঠনশৈলীর বিবেচনায় সামঞ্জস্য থাকায় অনেকে বুখারেস্টকে পূর্ব ইউরোপের প্যারিস হিসেবে আখ্যা দিয়ে থাকেন। রোমানিয়া বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি। শিক্ষার দিক থেকেও দেশটি দারুণভাবে এগিয়ে যাচ্ছে। 

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

*ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনসুবিধা;

*রেজিস্ট্রেশন ফি প্রদান করবে;

*মাসিক উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকের শিক্ষার্থীদের ৬৫ ইউরো দেবে;

*স্নাতকোত্তরের শিক্ষার্থীদের প্রতি মাসে ৭৫ ইউরো প্রদান করবে;

*পিএইচডি শিক্ষার্থীদের প্রতি মাসে ৮৫ ইউরো প্রদান করবে;

প্রয়োজনীয় নথি—

*জীবনবৃত্তান্ত (সিভি);

*স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফরম;

*যে ইউনিভার্সিটি পড়তে আগ্রহী, সে ইউনিভার্সিটির আবেদন ফরম;

*যাবতীয় শিক্ষাসনদ ও ট্রান্সক্রিপ্টের কপি;

*জন্মনিবন্ধন বা বার্থ সার্টিফিকেটের কপি;

*পাসপোর্টের বায়োগ্র্যাফিকাল পেজ (প্রথম তিন পৃষ্ঠা);

*মেডিকেল সার্টিফিকেট;

*ইউরো পাস ফরম্যাটের সিভি;

*দুই কপি পাসপোর্ট সাইজের ছবি;

*আবেদনকারীর দেশের কূটনৈতিক মিশন দ্বারা জারি করা একটি সরকারি চিঠি;

*এক্সট্রা কারিকুলাম এর সার্টিফিকেট (যদি থাকে); 

রোমানিয়ায় প্রধান কিছু বিশ্ববিদ্যালয়—

*ইউনিভার্সিটি অব বুখারেস্ট;

*বুখারেস্ট ইউনিভার্সিটি অব ইকোনমিক স্টাডিজ;

*বাবেস-বলিয়াই ইউনিভার্সিটি;

*আলেকজান্দ্রু আইওয়ান কুজা ইউনিভার্সিটি;

*ওয়েস্ট ইউনিভার্সিটি অব তিমিশোআরা;

*ইউনিভার্সিটি পলিটেকনিক অব বুখারেস্ট;

*টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ঘিওরঘি আসাচি ইয়াস;

অধ্যয়নের ক্ষেত্র—

স্থাপত্য, ভিজ্যুয়াল আর্ট, রোমানিয়ান সংস্কৃতি ও সভ্যতা, সাংবাদিকতা, রাজনৈতিক ও প্রশাসনিক বিজ্ঞান, প্রকৌশল, সামাজিক ও মানববিজ্ঞান, প্রযুক্তিগত অধ্যয়ন, তেল ও গ্যাস, কৃষিবিজ্ঞান ও পশুচিকিৎসা।

অধ্যয়নের ভাষা—

স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য শিক্ষার্থীদের রোমানিয়ান ভাষা জানতে হবে। কারণ, এ দুটি ডিগ্রি দেশটির নিজস্ব ভাষায় পড়ানো হয়। তবে যেসব প্রার্থী রোমানিয়ান ভাষা জানেন না, তাদের ভাষা অধ্যয়নের সুযোগ করে দেওয়া হবে। আর পিএইচডি ডিগ্রির জন্য শিক্ষার্থীরা রোমানিয়ান ছাড়াও অন্য ভাষা নির্বাচন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

*ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশের শিক্ষার্থী হতে হবে;

*প্রার্থীদের রোমানিয়ার নাগরিকত্ব থাকা যাবে না;

*স্নাতক ও স্নাতকোত্তরের জন্য বয়স ৩৫ বছর এবং পিএইচডির জন্য ৪৫ বছরের মধ্যে হতে হবে;

আবেদন প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence