বাকৃবিতে পিএইচডি ফেলোশিপে আবেদন, থাকছে মাসিক ভাতা ৪০০০০ টাকা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:৫১ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফেলোশিপ প্রদানে আবেদনপত্র আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি পিএইচডি গবেষণায় যোগ্য প্রার্থীদের দেবে এ ফেলোশিপ। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। নির্বাচিত ফেলোরা মাসিক ৪০ হাজার টাকা করে ভাতা পাবেন। এ ছাড়া অন্যান্য সুবিধাও প্রাপ্য হবেন।
সুযোগ সুবিধা—
নির্বাচিত প্রতি ফেলো মাসিক ফেলোশিপ বাবদ ৪০,০০০ টাকা প্রাপ্ত হবেন;
অন্যান্য সুযোগ-সুবিধা—
*রিসার্চ ফান্ড দেওয়া হবে;
*ভর্তি ফি, সেমিনার/সিম্পোজিয়াম/কনফারেন্সে অংশগ্রহণ, পাবলিকেশন চার্জ ও ডিস্যারটেশন গ্র্যান্ট বাকৃবি পিএইচডি ফেলোশিপ কেন্দ্রীয় তহবিল হতে প্রদান করা হবে;
আরও পড়ুন: উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রুনেই, মাসে দেবে ১ লাখ ৯৬ হাজার
আবেদনের যোগ্যতা—
*বিএসসি (সম্মান)/ডিভিএম এবং এমএস ডিগ্রি থাকতে হবে;
*উভয় ডিগ্রিতে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.৪ থাকতে হবে;
প্রার্থীর বয়স—
আবেদনপত্র দাখিলের শেষ তারিখে আবেদনকারীর বয়স অনুর্ধ্ব ৪৫ বছর হতে হবে;
ফরম সংগ্রহ যেভাবে—
নির্ধারিত ফরম উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কার্যালয়, রেজিস্ট্রারের শিক্ষাবিষয়ক শাখা থেকে অথবা, www.bau.edu.bd.casr থেকে সংগ্রহ করতে পারবেন;
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা—জেনে নিন বছরের শুরুতেই আবেদনযোগ্য ৩টি স্কলারশিপ সম্পর্কে
আবেদন যেভাবে—
দরকারি কাগজপত্রসহ নির্ধারিত ফরমে পূরণকৃত আবেদনপত্র জমাদানের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
কো-অর্ডিনেটর, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কার্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ-২২০২ বরাবর আবেদনপত্র সরাসরি/ডাকযোগে অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে। এ ছাড়া আবেদনপত্রের একটি সফট কপি (Soft Copy) coordinator.casr@bau.edu.bd-তে ই-মেইলে পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ জানুয়ারি ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।