গবেষণায় বাংলাদেশিদের ফেলোশিপ দিচ্ছে অক্সফাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:১২ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৯:১২ AM
বাংলাদেশি গবেষক ও শিক্ষার্থীদের ফেলোশিপের মাধ্যমে গবেষণার সুযোগ দিচ্ছে দারিদ্র্য বিমোচনের ফলে সংঘটিত অসমতা দূরীকরণে কাজ করা আন্তর্জাতিক সংস্থা অক্সফাম বাংলাদেশ। সংস্থাটি দুর্যোগ স্থিতিস্থাপকতা গবেষণার জন্য সম্প্রতি ফেলোশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ নভেম্বর ২০২৪ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
যেসব বিষয়ে ফেলোশিপ—
ফুড সিকিউরিটি/এগ্রিকালচার, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট, ন্যাচারাল রিসোর্স কনসারভেশন, ভের্নাকুলার আর্কিটেকচারাল প্রাক্টিসেস ফর ডিসাস্টার রেসিলিয়েন্স।
সুযোগ-সুবিধা—
শীর্ষ ৫ ফেলোকে তাদের নিজেদের প্রকল্প বাস্তবায়নের জন্য অনুদান প্রদান করবে (গবেষণার সব খরচসহ)। এছাড়াও নির্বাচিত গবেষণা নিবন্ধগুলো আঞ্চলিক এবং বৈশ্বিক প্ল্যাটফর্মে প্রচার করবে সংস্থাটি।
আবেদনের যোগ্যতা—
*ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, জার্নালিজম, আর্কিটেকচার, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, জেন্ডার স্টাডিস বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়;
*সুবিধাবঞ্চিত এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে;
*গবেষণা প্রস্তাবনা ও প্রতিবেদন লেখায় এবং উপস্থাপনায় দক্ষ হতে হবে;
আরও পড়ুন: স্কলারশিপে উচ্চ শিক্ষার সুযোগ পাকিস্তানের ৭ বিশ্ববিদ্যালয়ে
দরকারি কাগজপত্র—
*আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত;
*একটি মোটিভেশনাল লেটার;
*সর্বোচ্চ ১৫০০ শব্দের মধ্যে একটি প্রস্তাবনা;
*প্রস্তাবনায় আবেদনকারী Terms of Reference (ToR)-এর ভিত্তিতে একটি বিষয় নির্বাচন করবেন এবং সেই বিষয়ের ওপর সমস্যার বিবৃতি, সমাধান, বাস্তবায়ন পরিকল্পনা ও বাজেট অন্তর্ভুক্ত থাকবে;
আবেদন যেভাবে—
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ নভেম্বর ২০২৪।