দেড় মাসের কোর্সে পড়ুন যুক্তরাষ্ট্রে, সঙ্গে থাকছে ভ্রমণের সুযোগ

দেড় মাসের এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ুন যুক্তরাষ্ট্রে
দেড় মাসের এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ুন যুক্তরাষ্ট্রে  © সংগৃহীত

দেড় মাসের একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রাম (সুসি)। এ প্রোগ্রামে স্নাতকোত্তর পর্যায়ে-২০২৫ শিক্ষাবর্ষে স্বল্পমেয়াদি পেশাগত উন্নয়নের সুযোগ গ্রহণে আগ্রহী বাংলাদেশসহ প্রোগ্রামের জন্য তালিকাভুক্ত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ প্রোগ্রামে ছয় সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবে। বাকি দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলে স্টাডি ট্যুরের সুযোগ রয়েছে। এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে আগামী ১৪ নভেম্বর ২০২৪ বিকেল সাড়ে চারটা পর্যন্ত। 

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ প্রোগ্রাম প্রতিষ্ঠানের পাঠক্রমকে জোরদার করতে এবং যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে বোঝাপড়াকে আরও গভীর করতে কার্যক্রমটি অধ্যয়ন ও দক্ষতা অর্জনের এক অনন্য সুযোগ এনে দেবে। এ বছরের প্রোগ্রাম হলো ‘গ্লোবাল স্টুডেন্ট লিডারস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট’।প্রোগ্রামে পাঁচ সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবে। বাকি এক সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলে স্টাডি ট্যুরের সুযোগ রয়েছে।

এ প্রোগ্রামের সম্ভাব্য তারিখ আগামী বছরের ২৪ জুন থেকে ২৬ জুলাই। এ প্রোগ্রামে একাডেমিক রেসিডেন্সি চলাকালে অংশগ্রহণকারীরা শ্রেণীকক্ষের বাইরে শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন। রেসিডেন্সিতে সেমিনার, আলোচনা, পাঠ, দলীয় উপস্থাপনা ও বক্তৃতা থাকবে। কোর্সওয়ার্ক এবং শ্রেণীকক্ষের ক্রিয়াকলাপের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণ, সাইট পরিদর্শন, নেতৃত্বের কার্যকলাপ এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করারও সুযোগ থাকবে।

মার্কিন দূতাবাস আদিবাসী গোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জাতিগত সংখ্যালঘুসহ ঐতিহাসিকভাবে কম প্রতিনিধিত্ব করা সম্প্রদায়ের অংশগ্রহণকারী ব্যক্তিদের স্বাগত জানায় এ প্রোগ্রামে।

সুযোগ-সুবিধা: 
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* ছয় সপ্তাহের প্রতি বেলার খাবার।
* আবাসন ব্যবস্থা।
* যুক্তরাষ্ট্রের ভেতরে সকল যাতায়াত খরচ।

আরও পড়ুন: এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন?

যোগ্যতা: 
* যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অধিবাসী হলে আবেদন করা যাবে না। 
* বাংলাদেশের নাগরিক হতে হবে এবং একটি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। 
* যুক্তরাষ্ট্র সম্পর্কে সীমিত জ্ঞান বা অভিজ্ঞতা থাকতে হবে। 
* যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে। 
* অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ডিগ্রী সম্পন্ন করে বাড়িতে ফিরে যেতে রাজি থাকতে হবে।
* ইংরেজি ভাষায় (স্পিকিং, রিডিং, রাইটিং ও লিসেনিং) দক্ষতা থাকতে হবে। 
* জলবায়ু–সংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকতে হবে। 
* বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। 
* আবেদনের সময় স্নাতক অধ্যয়নের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে থাকতে হবে। 
* একাডেমিক কৃতিত্ব থাকতে হবে, যেমন ভালো গ্রেড, পুরস্কার ও শিক্ষকের সুপারিশ। 
* পাঠ্যক্রমবহির্ভূত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে। 
* বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মেশার আগ্রহ থাকতে হবে। 

আবেদন প্রক্রিয়া
ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে।

আবেদন করতে এই লিংকে ক্লিক করুন 

এছাড়া প্রোগ্রামবিষয়ক যেকোনো তথ্যের জন্য ই-মেইল করুন এই ঠিকানায়- DhakaUSExchanges@State.gov।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence