স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে 

স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে 
স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে   © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম। এক বছর মেয়াদি এই প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ১২ ডিসেম্বর ২০২৩।

ওবামা ফাউন্ডেশন স্কলারস প্রোগ্রাম শিক্ষার্থীদের জটিল বৈশ্বিক সমস্যার উদ্ভাবনী সমাধান চিহ্নিত করতে এবং মূল্যবোধভিত্তিক নেতৃত্বের মাধ্যমে পরিবর্তনকে উন্নীত করার জন্য দক্ষতা ও ক্ষমতায়ন করতে সহযোগিতা করে থাকে।এছাড়া পুরো শিক্ষাবর্ষে নেতৃত্বের বিকাশ, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কার্যক্রম শক্তিশালী করতে নির্দিষ্ট পাঠ্যক্রমে পাঠদান করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে কাজের ক্ষেত্র প্রসারিত করতে পারবেন।
 
সুযোগ-সুবিধাসমূহঃ- 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* আবাসন সুবিধা প্রদান করবে । 
* জীবনযাত্রার খরচ হিসেবে মাসিক উপবৃত্তি প্রদান করবে ।
* শিক্ষার্থীদের নিজের দেশে যাতায়াতের জন্য বিমানের টিকিট ভাড়া প্রদান করবে। 
* প্রাথমিক চিকিৎসা এবং জীবনবিমার সুবিধা প্রদান করবে। 

যোগ্যতাসমূহ:
* নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ( যারা ইতিমধ্যে নিজ দেশে অর্থপূর্ণ অবদান রেখেছেন) ।
* ২৬ থেকে ৪৫ বছর বয়সী হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* ইংরেজি ভাষা দক্ষতার স্কোর থাকতে হবে। টোফেল (আইবিটি) স্কোর ১০০, টোফেল  (পিবিটি) স্কোর ৬০০, আইইএলটিএস ৭.০, পিটিই একাডেমিক ৬৮ ও ডিইটিতে ১২০ স্কোর থাকতে হবে।
* ইতিবাচকভাবে নিজ সম্প্রদায়ের ভবিষ্যৎ গঠন করার ক্ষমতা এবং প্রবণতা থাকতে হবে।
* নিজ সম্প্রদায় বা দেশে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতি থাকতে হবে। 
* প্রোগ্রাম শেষে নিজ দেশে ফিরে গিয়ে উন্নত প্রশিক্ষণ ও দক্ষতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি কাজ করার মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়ার ৪ স্কলারশিপ

প্রয়োজনীয় নথিপত্রঃ- 
* জীবনবৃত্তান্ত/সিভি।
* ব্যক্তিগত ভিডিও বিবৃতি।
* সংক্ষিপ্ত প্রবন্ধ প্রশ্নের উত্তর।
* ইংরেজি দক্ষতার প্রমাণ।
* সুপারিশের দুটি চিঠি।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 


সর্বশেষ সংবাদ