স্নাতকে স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেটন ইউনিভার্সিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১০:৩৫ AM , আপডেট: ১১ অক্টোবর ২০২৩, ১০:৫১ AM
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক প্রোগ্রামে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেটন ইউনিভার্সিটি। মেরিট স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৩।
ইউনিভার্সিটি অফ ডেটন ( ইউডি ) হল ডেটন, ওহিওতে অবস্থিত একটি বেসরকারি, ক্যাথলিক গবেষণা বিশ্ববিদ্যালয় । সোসাইটি অফ মেরি দ্বারা ১৮৮০ সালে প্রতিষ্ঠিত , এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি মারিয়ানিস্ট বিশ্ববিদ্যালয়ের একটি এবং ওহাইওতে দ্বিতীয় বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি শহরের দক্ষিণ অংশে অবস্থিত এবং গ্রেট মিয়ামি নদীর উভয় পাশে ৩৮৮ একর জুড়ে বিস্তৃত। ক্যাম্পাসটি ইম্যাকুলেট কনসেপশন চ্যাপেল এবং ইউনিভার্সিটি অফ ডেটন এরিনার জন্য বিখ্যাত ।
সুযোগ-সুবিধা—
• টিউশন ফি বাবদ $৩০,০০০ ডলার প্রদান করবে।
• পাঠ্যপুস্তক ক্রয়বাবদ চার বছরে $৪,০০০ ডলার প্রদান করবে।
• কোন রেজিস্ট্রেশন ফি নেই।
আরও পড়ুন: ডাড স্কলারশিপ নিয়ে বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি পড়ুন জার্মানিতে
যোগ্যতাসমূহ—
• আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
• আবেদনকারীদের অবশ্যই ডেটন ইউনিভার্সিটিতে একটি স্নাতক/সমমানের প্রোগ্রামে নথিভুক্ত হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র—
• আবেদনপত্র।
• পার্সোনাল স্টেট্মেন্ট (২৫০ শব্দ)।
• আর্থিক প্রমাণের জন্য একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট।
• সুপারিশপত্র।
• একাডেমিক সকল ট্রান্সক্রিপ্ট।
• ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ (আইইএলটিএস/ টোফেল/ পিটিই/ স্যাট/ অ্যাক্ট)।
আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এই লিংকে। বিস্তারিত জানতে ক্লিক করুন https://udayton.edu/apply/international/undergraduate/index.php