স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করুন থাইল্যান্ডে, আছে স্বাস্থ্যবিমাও

স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করুন থাইল্যান্ডে
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি করুন থাইল্যান্ডে  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে দুই বছর মেয়াদী স্নাতকোত্তর ও তিন বছর মেয়াদী  পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের সিরিন্দহর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এসআইআইটি)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩।

সিরিন্দহর্ন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি হল থামমাসাট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিষ্ঠিত একটি আধা-স্বায়ত্তশাসিত প্রযুক্তি ইনস্টিটিউট। থাইল্যান্ডের পাথুম থানিতে অবস্থিত এ প্রতিষ্ঠানটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়।

এ স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কোর্সগুলো নিয়ে পড়াশোনা করা যাবে। 
বিষয়গুলো দেখতে ক্লিক করুন https://www.siit.tu.ac.th/admission.php?sid=17&ssid=68

সুযোগ-সুবিধাসমূহ:
গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম ফর এক্সিল্যান্ট ফরেইন স্টুডেন্টস’ এর আওতায় নির্বাচিত  শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে।

* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* জীবনযাত্রার ভাতা বাবদ প্রতি মাসে ১০ হাজার থাই বাত প্রদান করা হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার টাকা।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* ভিসা ফি, এয়ারপোর্ট ট্যাক্স বাবদ ১০ হাজার থাই বাত পর্যন্ত ছাড় দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ২৬ হাজার টাকা।
* স্কলারশিপের সময় স্বাস্থ্য বীমা ও দুর্ঘটনা বীমা প্রদান করা হবে।

আরও পড়ুন: জার্মানিতে ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, আছে স্বাস্থ্যবিমাও

আবেদনের যোগ্যতা:
* স্নাতকোত্তরের জন্য স্নাতকে কমপক্ষে সিজিপিএ ২.৭৫ থাকতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে।
* ইংরেজি ভাষা দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে। আইইএলটিএস এ নূন্যতম ৪.৫ পেতে হবে। অথবা টোয়েফল আইবিটি তে ৩২ স্কোর তুলতে হবে।
* সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
* পাসপোর্টের কপি।
* জীবনবৃত্তান্ত।
* ছবি।
* পরিকল্পিত উদ্দেশ্যবিবরণী (অন্তত এক পৃষ্ঠা)।
* অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট।
* রিসার্চ পেপার।
* রেফারেন্স লেটার দুইটি।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে। 
আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন https://admissions.siit.tu.ac.th/news_and_event/efs22023/?fbclid=IwAR3BztzPMg9cdrRGdWPwGbsIwmbC5OYPsd7VGu7diix8Eg9sTWJ6X8A4bVI


সর্বশেষ সংবাদ