বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ভারত, আবেদন শেষ ৩০ এপ্রিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ০৮:১০ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৩, ০৮:১০ PM
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বৃত্তির জন্য আবেদন গ্রহণ চলছে। আবেদন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
যেসব বিষয়ে আবেদন করা যাবে: মেডিসিন, প্যারামেডিকেল, ফ্যাশন, আইন, ইত্যাদি সংক্রান্ত কোর্স বাদে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোয় বৃত্তির জন্য আবেদন করা যাবে।
বয়সসীমা: স্নাতক ও মাস্টার্সে পড়ার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পিএইচডি করতে চাইলে সর্বনিম্ন বয়সসীমা ৪৫।
আবেদন যেভাবে: প্রত্যেক শিক্ষার্থীকে ইংরেজির দক্ষতা প্রমাণের জন্য ৫০০ শব্দে একটি প্রবন্ধ লিখতে হবে। টোফেল, আইইএলটিএসের স্কোরও জমা দিতে পারেন। তবে তা বাধ্যতামূলক নয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের নম্বরপত্র ওয়েবসাইটে আপলোড করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে না থাকলে ইংরেজিতে অনুবাদ করে জমা দেওয়া যাবে। অনুবাদ করা ছাড়া কাগজপত্র গ্রহণ করা হবে না। আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপি বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের মেডিকেল বিমা করা বাধ্যতামূলক।
বিস্তারিত নির্দেশনাবলি জানতে ক্লিক করুন এখানে।