আইইএলটিএস ছাড়াই অংশ নিন আমেরিকান এক্সচেঞ্জ প্রোগ্রামে 

আমেরিকান বিশ্ববিদ্যালয়
আমেরিকান বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

ফুল-ফ্রিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ছয় সপ্তাহ ব্যাপী সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে আমেরিকান সরকার। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা স্টাডি অফ দ্যা ইউ.এস ইন্সটিটিউট(SUSI) কর্তৃক এই সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে আইইএলটিএস এবং পাসপোর্ট ছাড়াই আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময় ২৮ অক্টোবর ২০২২। 

স্টাডি অফ দ্যা ইউ.এস ইন্সটিটিউট(SUSI) সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম হল আমেরিকার জন্য একটি লিডারশিপ প্রোগ্রাম। আমেরিকান সরকার দ্বারা অর্থায়িত একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকৃত শিক্ষার্থী এবং আমেরিকান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করা। 

সুযোগ-সুবিধাসমূহঃ- 

> বিমান ভাড়া প্রদান করবে।
> মাসিক উপবৃত্তি হিসেবে  $1,500 ডলার পর্যন্ত প্রদান করবে। 
> আবাসন এবং খাবারের ব্যবস্থা।
> মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে সমস্ত ফিল্ড ট্রিপ।
> একটি ব্র্যান্ড নিউ IPAD প্রদান করবে। 
> যোগাযোগের জন্য মোবাইল ফোন প্রদান।
>  অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিউইয়র্ক সিটি, বোস্টন, শার্লটসভিল, ভার্জিনিয়া, এবং ওয়াশিংটন, ডি.সি.-এ দুই সপ্তাহের ফ্রি ভ্রমণের সুযোগ পাবে। 

যোগ্যতাসমূহঃ 

> পাবলিক নীতিতে একটি দৃঢ় আগ্রহ আছে।
> ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
> ১৮-২৫ বছর বয়সী হতে হবে। 
>  নেতৃত্বে দানের গুণাবলী থাকতে হবে।
> স্নাতকে অধ্যায়নরত শিক্ষার্থী হতে হবে।
> ৫ বছর মেয়াদী মেডিক্যাল ডিগ্রীতে অধ্যায়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। 

প্রোগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন https://pk.usembassy.gov/education-culture/susi-student-leaders-comparative-public-policymaking-program/


অবেদন প্রক্রিয়াঃ
অনলাইনের থেকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে। বাংলাদেশী শিক্ষার্থীদের ডাউনলোডকৃত ফর্ম পূরণ করে নিম্নলিখিত ঠিকানায় জমা দিতে হবে৷ 

আবেদন ফর্মঃ- এখানে ক্লিক করুন

আবেদন জমা দিতে এবং স্টাডি অফ দ্যা ইউ.এস ইন্সটিটিউট(SUSI) কর্তৃক এই সামার এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
U.S. Embassy in Dhaka
Madani Avenue,
Baridhara, Dhaka -1212,
Bangladesh
Tel: (880) (2) 5566-2000


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence