বুটেক্সে প্রথম-দ্বিতীয় হলেন দুই নটরডেমিয়ান 

বুটেক্সে প্রথম ও দ্বিতীয় হওয়া দুই নটরডেমিয়ান
বুটেক্সে প্রথম ও দ্বিতীয় হওয়া দুই নটরডেমিয়ান  © সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে প্রথম হওয়া দুইজনই নটরডেম কলেজের শিক্ষার্থী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুটেক্স ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মনন মোহাম্মদ সাদিম সামি। তিনি নটরডেম কলেজ থেকে এইচএসসি পস করেছেন। দ্বিতীয় হয়েছেন মো. সাকিব আহমেদ। তিনিও নটরডেম কলেজের শিক্ষার্থী।

এছাড়া ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন যশোরের সরকারি এম এম কলেজের খান সাবরিন আহমেদ রিজভী। চতুর্থ স্থান অধিকার করেছেন রাজশাহী সরকারি সিটি কলেজের মোহা. সানাউল আহম্মদ, পঞ্চম হয়েছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের ইমরান খান, ষষ্ঠ হয়েছেন নটরডেম কলেজের আবদুল্লাহ আনজুম আদিব, সপ্তম হয়েছেন নটরডেমের মিনহাজ উদ্দিন আদনান, ৮ম হয়েছেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের মো. ওমর ফারুক, নবম হয়েছেন কুষ্টিয়া সরকারি কলেজের মো. তানভীর আহমেদ এবং দশম হয়েছেন সরকারি বিজ্ঞান কলেজ ঢাকার জোবায়েদ তালুকদার।

আরও পড়ুন: বুটেক্সের ফল পুনর্নিরীক্ষার সুযোগ নিয়ে যা বলছে কর্তৃপক্ষ

প্রসঙ্গত, গত ১২ আগস্ট (শুক্রবার) ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৫টি কেন্দ্রে ২ ঘন্টাব্যাপী মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হওয়া এবারের ভর্তি পরিক্ষায় উপস্থিত ছিল ৮ হাজার ১০৪ জন পরিক্ষার্থী। যা মোট আবেদনের ৬৩ শতাংশ।


সর্বশেষ সংবাদ