এক ক্লিকেই দেখুন প্রকৌশল গুচ্ছের ফল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ০৪:৫৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২২, ০৫:০৫ PM
দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার পর এ ফল প্রকাশিত হয়।
ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের ফল দেখতে এখানে ক্লিক করুন
এর আগে, ৬ আগস্ট প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৭৪০ জন এবং ‘খ’ বিভাগে ৭৩৭ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী; কুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৮ হাজার ৫৫৩ জন এবং ‘খ’ বিভাগে ৮৭০ জন মিলিয়ে মোট ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
আর্কিটেকচার বিভাগের ফল দেখতে এখানে ক্লিক করুন
রুয়েট কেন্দ্রে সর্বমোট ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছে। ‘ক’ গ্রুপের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে সর্বমোট ৮ হাজার ৮৭৩ জন এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগে অংশ নিয়েছে ৬২২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগের ফল দেখতে এখানে ক্লিক করুন
বান্দরবন জেলার ফল দেখতেএখানে ক্লিক করুন