জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রস্তুত, যেকোন সময় প্রকাশ

জাবি
জাবি   © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল আজ প্রকাশিত হতে পারে। জাবির ‘ডি’ ইউনিটে ৫৯ দশমিক ১৬ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। 

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক নূহু আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘শুধুমাত্র ওয়েবসাইটে আপলোড করা ব্যতীত ফল প্রকাশের সবধরনের প্রক্রিয়া শেষ করা হয়েছে। আজকে (শুক্রবার) প্রকাশ হতে পারে।’

আরও পড়ুন : পাস করেও ভর্তির সুযোগ পাবেন না ৮৬% ভর্তিচ্ছু 

তিনি আরও জানান, ‘জাবির ডি ইউনিটে মোট ৪০ হাজার ৮৩ জন পরীক্ষার্থী পাস করেছেন। মোট পাস করেছেন ৫৯ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী। ছেলেদের মধ্যে ২০ হাজার ৭৮ জন ও মেয়েদের মধ্যে ১৯ হাজার ৭০৫ জন। এছাড়া বিভিন্ন কারণে ১৪০টি উত্তরপত্র বাতিল করা হয়েছে।’

জাবির এই অধ্যাপক আরও বলেন, ‘পরীক্ষায় মেয়েদের মধ্যে আমরিন ইসলাম ও ছেলেদের মধ্যে টিএইচএম আব্দুল মুইজ সর্বোচ্চ নম্বর পেয়েছেন। প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৭.২ এবং ৬৫।’

প্রসঙ্গত, জাবির ‘ডি’ ইউনিটে মোট ৮৭ হাজার ৭২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬৭ হাজার ৭০৭ জন অর্থাৎ উপস্থিতির হার শতকরা ৭৭ ভাগ।


সর্বশেষ সংবাদ