মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন রাজধানীর এক কলেজের ৫১ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ AM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৭ AM
রাজধানী ঢাকার ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা ৫১ জন শিক্ষার্থী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষদের মধ্যে এই কলেজের শিক্ষার্থী সানজিদা সুলতানা মাহী ১১তম স্থান অধিকার করেছেন।
কলেজ সূত্র জানা গেছে, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১০৯৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৯৯ জন এ+ পেয়েছেন। বিজ্ঞান থেকে প্রাপ্ত এ+ এর সংখ্যা ৬৯৬ জন। পাসের হার শতকরা ৯৯.৮২ ও এ+ প্রাপ্তির হার ৮২.০২ শতাংশ।
এর আগে, কলেজটি থেকে ২০২৩ সালেও ৩৫ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। সেই সঙ্গে বুয়েট ও প্রকৌশলের গুচ্ছ শাখাতেও শিক্ষার্থীদের সাফল্য ছিল। এছাড়া কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছেন।
গত সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে প্রথম স্থান অধিকার করেছেন হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী তানজিম মুনতাকা সর্বা। তার মোট প্রাপ্ত নম্বর ৯২.৫।
এদিকে, যাত্রাবাড়ীতে মো. মাহবুবুর রহমান মোল্লা প্রতিষ্ঠিত ‘ড. মাহবুবর রহমান মোল্লা কলেজ’ থেকেও এবার ৩০ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে কলেজ ও সলিমুল্লাহ মেডিক্যাল কলেজসহ দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে কলেজে ভর্তির সৌভাগ্য অর্জন করেছেন।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, দুটো কলেজই আমাদের, এখানকার শিক্ষার্থীরা খুবই মেধাবী ও স্বাপ্নিক। দুটো কলেজ থেকেই সন্তোষজনক পরিমাণ শিক্ষার্থী সরকারি মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছেন। এসব অদম্য মেধাবীদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।