ভর্তিচ্ছুরা বাড়ি পৌঁছানোর আগেই ফল প্রকাশ করল আইইউটি

  © ফাইল ফটো

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার (২৬ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটিও ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ৮ হাজার পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়টির মোট ৫টি বিভাগে আসন সংখ্যা ৭২২টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ১৩ জন ভর্তিচ্ছু এ পরীক্ষায় অংশ নিয়েছেন।

ফল দেখার লিংক: ক্লিক করুন এখানে 

আরো পড়ুন: ৭২২ আসনের জন্য ৮ হাজার ভর্তিচ্ছু অংশ নিলো আইইউটি ভর্তি পরীক্ষায়

 


সর্বশেষ সংবাদ