ঢাকা কলেজে পাসের হার ৯৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ ১০৮১ জন

ফল প্রকাশের পর ক্যাম্পাসে এসেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা
ফল প্রকাশের পর ক্যাম্পাসে এসেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

এইচএসসি পরীক্ষা-২০২২ এ ঢাকা কলেজে পাশের হার ৯৯.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১০৮১ জন শিক্ষার্থী। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

তিনি জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় ১১৫৪ জন শিক্ষার্থী অংশ সিয়ে ১১৫১ জন উত্তীর্ণ হয়েছে। সে অনুযায়ী পাশের হার ৯৯.৮৩ শতাংশ।

কলেজ সূত্রে জানা গেছে, উচ্চমাধ্যমিক ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৭৬ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৬৫ জন, জিপিএ-৪ পেয়েছেন ০৯ জন এবং অকৃতকার্য হয়েছেন ১ জন।

মানবিক বিভাগে ১৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০৫ জন, জিপিএ-৪ পেয়েছেন ৩২ জন এবং জিপিএ ৩.৫০ পেয়েছেন ১জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন, জিপিএ-৪ পেয়েছেন ২৮ জন শিক্ষার্থী।

২০২২ সালের ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ৯ হাজার ৫২২ জন ও ছাত্রী ৫ লাখ ৬৭ হাজার ৮৬৫ জন। গত ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।


সর্বশেষ সংবাদ