মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি মাইসা
- টিডিসি ডেক্স
- প্রকাশ: ৩০ জুন ২০২১, ০৮:৫৯ PM , আপডেট: ৩০ জুন ২০২১, ০৯:১২ PM
শিক্ষাজীবনে অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী মাইসা খান। গত ২৫ জুন মাইসার গ্রাজুয়েশন অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড দেয় তার স্কুল কর্তৃপক্ষ।
মাইসা খানের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া শহরে। সেখানকান খান পরিবারের সন্তান মাইসা।
পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে বসবাস মাইসাদের। তার বাবার নাম মঈন ইউ খান আর মায়ের নাম নুসরাত খান। স্থানীয় নিউফিল্ড স্কুল থেকে মার্কিন প্রেসিডেন্ট এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন তিনি।
মাইসা খান এই স্কুল থেকে গ্রাজুয়েশন শেষ করে উচ্চশিক্ষার জন্য স্টোনি ব্রুক ইউনিভার্সিটি ওয়াইজ স্নাতক প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন। এর আগে ২০১৪ সালেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি।