তিন দিনে বিশ্বভ্রমণ করে গিনেস বুকে মুসলিম নারী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৭:১২ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২০, ০৭:১২ PM
মাত্র তিন দিনে বিশ্বভ্রমণ করে গিনেস বুকে নাম উঠিয়েছেন এক আরবীয় মহিলা। বুধবার গিনেস কর্তৃপক্ষ তাঁকে এ বিষয়ে রেকর্ডধারী হিসেবে ঘোষণা করেছে। এটা ঘোষিত হল ঘটনাচক্রে ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে’-তেই! খবর জি নিউজের
প্রতিবেদনে বলা হয়, খাওলা-অল-রোমাইঠি নামের ওই নারী মাত্র ৩ দিন ১৪ ঘণ্টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ডে ঘুরে ফেলেন সাতটি মহাদেশ! তার এই ঝড়ো সফর তিনি শেষ করেছেন সিডনিতে। অতিমারিতে বিশ্বের বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগে-আগেই তিনি এই সফরটি সেরে ফেলেছিলেন।
তিনি জানান, ‘এটা খুব কঠিন একটি জার্নি ছিল। অত্যন্ত ধৈর্যের দরকার ছিল। বিশেষ করে এয়ারপোর্টগুলোতে। কেননা সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। তাছাড়া লাগাতার প্লেনজার্নিটাও খুব কঠিন।’
আল-রোমাইঠি বলেন, বিষয়টা সবসময়ই আমি দারুণ উপভোগ করেছি, বরং আমি ভীষণভাবে বাড়ি ফিরতে চাইছিলাম। তবে আমি লক্ষ্য থেকে সরে আসিনি। আমার পরিবার ও বন্ধুরাও আমাকে এই সময়ে দারুণ সমর্থন জুগিয়েছে। আমি যাতে জার্নিটা শেষ করতে পারি, সে জন্য তারা আমাকে সবসময়ে উৎসাহ জুগিয়েছেন।